শাহিদ আফ্রিদি
পাকিস্তান দলের অন্যতম সেরা অলরাউন্ডার হলেন শাহিদ আফ্রিদি (Shahid Afridi), দলের হয়ে একা হাতে ম্যাচ জেতানোর ক্ষমতা রাখতেন তিনি, পাওয়ার হিটিং ছিল তার রক্তে, পাকিস্তানের হয়ে ২৭ টেস্টে ১৭১৮ রান করেছেন তিনি, নিয়েছেন ৪৮ টি উইকেট। ৩৯৮ টি ওডিআই ম্যাচে তিনি করেছেন ৮০৬৪ রান এবং নিয়েছেন ৩৯৫ উইকেট। ৯৯ টি টি টোয়েন্টি ম্যাচে তিনি করেছেন ১৪১৬ রান এবং নিয়েছেন ৯৮ টি উইকেট, তবে বারবার বিরোধী প্লেয়ার দের বিরুদ্ধে উসকানিমূলক ক্রিয়াকলাপ করে থাকতেন তিনি, কখনো গৌতম গম্ভীরের সঙ্গে, কখনো হরভজন সিংয়ের সঙ্গে লেগেই থাকতো তার ঝগড়া, খেলার মাঠে অন্যতম চর্চিত মুখ ছিলেন আফ্রিদি।