বিরাট বনাম স্টিভ স্মিথ
ভারতের বিরুদ্ধে একটি টেস্ট ম্যাচ চলা কালীন স্টিভ স্মিথ বারংবার অস্ট্রেলিয়া ড্রেসিং রুম এর তাকিয়ে আউট অথবা নট আউট এর সিদ্ধান্ত জানতে চাইছিলেন যা নিয়ে একটি বিতর্কের সৃষ্টি হয়। আইসিসির নিয়ম অনুযায়ী কোনো ক্রিকেটার ম্যাচ চলাকালীন আম্পায়ার ব্যতীত কোনো ব্যক্তির কাছ থেকে কোনোরূপ সিদ্ধান্ত নিতে পারবেন না। সুতরাং স্মিথ যেটা করেছিলেন সেটা পুরোটাই নিয়ম বিরুদ্ধ ছিল যা মাঠের আম্পায়ার এর নজরে থাকা সত্ত্বেও তিনি কোনো পদক্ষেপ নেননি। বিরাট কোহলি এই বিষয়টি টি নিয়ে ম্যাচ রেফারির নজরে নিয়ে আসেন। পরবর্তীতে স্মিথ জানান তিনি এটা মানসিক অবসাদে করে ফেলেছিলেন।