১. কেমো পাল এই তালিকায় একেবারে নতুন সংযোজন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটার কেমো পাল।২০১৮ সালে মার্চ মাসে বিশ্বকাপ কোয়ালিফায়ার ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে অভিষেক হয় কেমো’র।এবং প্রথম বলেই তুলে নেন জাভেদ আহমাদির উইকেট। Pages: 1 2 3 4 5