কলকাতার শক্তি তাদের দলের বৈচিত্র্য-

টি-২০ মানেই যে কেবল ধুমধাড়াক্কা ব্যাটিং, এই ধারণা এখন অতীত। পরিস্থিতি বিচার করে খেলতে পারার ওপরেই অধিকাংশ সময় নির্ভর করে সাফল্য এবং ব্যর্থতা। কলকাতা নাইট রাইডার্স (KKR) দলে বিভিন্ন পরিস্থিতিতে খেলতে সক্ষম একাধিক খেলোয়াড় রয়েছে। হাইস্কোরিং ম্যাচে জয় তুলে আনার জন্য যেমন রয়েছেন আন্দ্রে রাসেল।
তেমনই মাঝের ওভারগুলোয় পার্টনারশিপ গড়ে স্কোরবোর্ড সচল রাখার দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিতে পারেন শ্রেয়স আইয়ার (Shreyas Ier), নীতিশ রাণা (Nitish Rana), বেঙ্কটেশ আইয়ার’রা (Venkatesh Iyer)। পাওয়ার প্লে’তে ইনিংসের ধুন্ধুমার সূচনা করার ভার যদি গুরবাজ বা লিটন (Litton Kr. Das) কাঁধে নেন, তবে প্রতিপক্ষের রান আটকানোর দায়িত্ব দুর্দান্তভাবে সামলাতে সক্ষম নারাইন বা বরুণ চক্রবর্তী।
বিভিন্ন পরিস্থিতিতে দলের ত্রাতা হিসেবে আবির্ভূত হওয়ার মত বেশ কিছু খেলোয়াড়কে দলে রাখতে সক্ষম হয়েছে কলকাতা নাইট রাইডার্স। এই মরসুমে থাকছে ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ নিয়ম। অর্থাৎ ফুটবলের মত পরিস্থিতি বিচারে একজন খেলোয়াড়কে বদলাতে পারবে দলগুলো। স্কোয়াড ডেপথ বা গভীরতা দুর্দান্ত হওয়ায় এই দিক থেকে এগিয়ে রয়েছে নাইট রাইডার্স (KKR)।
Virat Kohli | Rohit Sharma | KL Rahul | Ishan Kishan | Hardik Pandya | Rishabh Pant | Kuldeep Yadav | Sourav Ganguly | Ravindra Jadeja | Shreyas Iyer | Yuzvendra Chahal | Smriti Mandhana | Harmanpreet Kaur