দুর্দান্ত স্পিন আক্রমণ রয়েছে KKR-এর –

এই মরসুমে আইপিএলে ফিরছে হোম অ্যান্ড অ্যাওয়ে ফর্ম্যাট। অন্তত ৭টি ম্যাচ ঘরের মাঠ, অর্থাৎ ইডেন গার্ডেন্সে খেলবে কলকাতা নাইট রাইডার্স। ইডেনের উইকেট সাধারণত খানিক মন্থর হয়। বল পিচে পড়ে সময় নেয় ব্যাটে আসতে। এই উইকেটে স্পিনাররা সাহায্য পেয়ে থাকেন। আইপিএলের ইতিহাসেও বরাবর স্পিন অস্ত্রে শান দিয়েই সাফল্য তুলে নিয়েছে কলকাতা। এবারও তাদের স্পিন আক্রমণ দুর্দান্ত।
রয়েছেন বহু যুদ্ধের ঘোড়া সুনীল নারাইন (Sunil Narine)। যিনি একাই ম্যাচের ভাগ্য বদলে দিতে পারেন। আঁটোসাঁটো বোলিং-এর পাশাপাশি ব্যাট হাতেও প্রায়ই বিস্ফোরক হয়ে ওঠেন নারাইন। যা কলকাতাকে অতিরিক্ত সুবিধা দিয়েছে। নাইরাইনের সাথে জুটি বাঁধতে দেখা যাবে আরেক রহস্য স্পিনার বরুণ চক্রবর্তীকে (Varun Chakravarthy)। ইডেনের পিচ যদি এবারও খানিক মন্থর হয়, তবে ঘূর্ণির জালে প্রতিপক্ষকে বেঁধে রাখতে দেখা যাবে চক্রবর্তী-নারাইন জুটিকে।
পাশাপাশি রয়েছেন বাংলাদেশের কিংবদন্তী শাকিব আল হাসানও (Shakib Al Hasan)। বরুণ চক্রবর্তী ও নারাইনের ডান-হাতি স্পিনের সাথে বৈচিত্র্য যোগ করবে তাঁর বাঁ-হাতি অর্থোডক্স বোলিং। প্রয়োজনে উমেশ যাদব (Umesh Yadav), টিম সাউদী (Tim Southee), লকি ফার্গুসনদের (Lockie Ferguson) দিয়ে পেস আক্রমণেও প্রতিপক্ষের পরীক্ষা নিতে পারে নাইট রাইডার্স।