RR IPL 2023 SQUAD

২. অলরাউন্ডিং অপশন

Ashwin and Paragদলের সবথেকে প্রয়োজনীয় অংশ হলো দলের অলরাউন্ডাররা। একজন অলরাউন্ডার একজন বলার ও ব্যাটসম্যানের ঘাটতি পূরণ করে দেয়। ঠিক তেমনই, রাজস্থান দলের অন্যতম সবল দিক হলো তাদের অলরাউন্ডিং দিক। এবছর দলে রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin) , জেসন হোল্ডারদের (Jason Holder) মতন অলরাউন্ডার রয়েছেন। এই ফরম্যাটে তারা কতটা ভয়ঙ্কর তা ক্রিকেট বিশ্ব আগেই দেখেছে। গতবারে অশ্বিনের ব্যাটিং ও বোলিং প্রদর্শন মুগ্ধ করেছিল রাজস্থান দলকে। পাশাপাশি ইনফর্ম হোল্ডারকে এবছর রাজস্থান দল তাদের স্কোয়াডে সামিল করে তাদের শক্তি আরও বৃদ্ধি করেছে। এর পাশাপাশি রিয়ান পরাগ (Riyan Parag) প্রয়োজনে এক দুই ওভার বোলিং করতে পারেন তার সাথে তিনি দলের ফিনিশারের ভূমিকা পালন করবেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *