TOP 3: বিরাট কোহলির নাগালের বাইরে চেতেশ্বর পূজারার এই ৩ রেকর্ড !! 1

২. এক টেস্ট সিরিজে সর্বাধিক বল খেলা – (১২৫৮ বল)

Cheteshwar Pujara | Image: Getty Images
Cheteshwar Pujara | Image: Getty Images

পূজারা বোলারদের সবসময়ই নাজেহাল করতে পছন্দ করতেন। ২০১৮–১৯ সালের অস্ট্রেলিয়া সফরে পূজারা খেলেছিলেন তাঁর জীবনের সেরা সিরিজ। তিনি ৪টি টেস্টে ৩টি সেঞ্চুরি করেন এবং মুখোমুখি হয়েছিলেন ১২৫৮টি বলের। এক সিরিজে এটি একটি ভারতীয় ব্যাটসম্যানের পক্ষে সর্বাধিক বল মোকাবিলার রেকর্ড। এই সিরিজেই ভারত প্রথমবারের জন্য অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জিতেছিল। সিরিজে সর্বাধিক রান বানানোর জন্য পূজারাই সেরা হয়েছিলেন। অস্ট্রেলিয়ায় প্রথম ভারতীয় হিসাবে পূজারা প্রথম ম্যাচ সেরা হয়েছিলেন আর তাও বিরাট কোহলির (ইংল্যান্ডে ভারতের পক্ষ থেকে সিরিজ সেরা) আগে। অজিদের বিরুদ্ধে পূজারা ছিলেন সেই বিজয়ের নায়ক। এই রকম স্ট্যামিনা ও মনঃসংযোগ বিরল। বিরাট নিজেও এই রেকর্ডের পাশে দাঁড়াতে পারেননি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *