Top 3: এই ৩ কারণে আসন্ন T20 বিশ্বকাপ জিততে পারবে না টিম ইন্ডিয়া !! 1

সূর্যকুমার যাদবের ফর্ম

Top 3: এই ৩ কারণে আসন্ন T20 বিশ্বকাপ জিততে পারবে না টিম ইন্ডিয়া !! 2
Suryakumar Yadav | Image: Getty Images

মিডল অর্ডারের মূল ভরসার নাম সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। তবে, সম্প্রতি ব্যাট হাতে পুরোপুরি ফ্লপ সূর্যকুমার। এশিয়া কাপের মঞ্চে পাকিস্তানের বিরুদ্ধে গ্রুপ পর্যায়ের ম্যাচে ৪৭ রান ব্যাতিত স্কাইয়ের ব্যাটে আসেনি কোনো রান। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ১২, ৫, ১২, ৫ রান বানান। চার ম্যাচে মাত্র ৩৪ রান বানিয়েছেন স্কাই। ক্যাপ্টেন হিসাবে বোর্ড তাকেই বেছে নিয়েছে তবে তিনি সম্পূর্ণ ভাবে ফর্মের বাইরে যে কারণে স্কাইকে নিয়ে আপাতত চিন্তিত ভারতীয় তিন ম্যানেজমেন্ট ও ভক্তরা। বিশ্বকাপের মঞ্চে মূলত ভারতের মিডল অর্ডারের দায়িত্ব সামলাতে হবে তিলক ভার্মা (Tilak Varma) ও শিবম দুবেদের (Shivam Dube)। পাশাপাশি লোয়ার মিডল অর্ডারে হার্দিক পান্ডিয়া ও রিংকু সিংয়ের উপর ভরসা রাখতে হবে টিম ইন্ডিয়াকে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *