top-3-reason-why-kohli-is-leaving-test
Virat Kohli | Image: Getty Images

দিনকয়েক আগে টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন রোহিত শর্মা। এবার সতীর্থের পথে হাঁটলেন বিরাট কোহলিও (Virat Kohli)। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর যে লাল বলের ফর্ম্যাটে কেরিয়ারকে আর দীর্ঘায়িত করতে চান না মহাতারকা। ইতিমধ্যে বিসিসিআই-কে নিজের ইচ্ছার কথা জানিয়েও দিয়েছেন তিনি। তবে ভারতীয় বোর্ড এই মুহূর্তে হারাতে চাইছে না কোহলিকে। সামনে রয়েছে গুরুত্বপূর্ণ ইংল্যান্ড সফর। সেখানে তাঁর অভিজ্ঞতা প্রয়োজন দলের, মনে করছেন কর্মকর্তারা। তাঁরা সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়েছেন কোহলিকে। যদি তিনি অবস্থান থেকে না সরেন তাহলে পূর্ণচ্ছেদ পড়বে ভারতীয় ক্রিকেটের এক বর্ণময় অধ্যায়ে। বিশেষজ্ঞদের মতে এই তিন কারণে বিরাটের সরে দাঁড়ানো একেবারে সঠিক সিদ্ধান্ত।

Read More: ভারতের মাটিতে হবে WTC’এর ফাইনাল, প্রস্তুতি শুরু করলো বিসিসিআই !!

কোহলির অফ ফর্ম-

Virat Kohli | Image: Getty Images
Virat Kohli | Image: Getty Images

সাম্প্রতিক অতীতে টেস্ট ক্রিকেটে বিশেষ সফল নন বিরাট কোহলি (Virat Kohli)। ২০১৯-এর পর থেকে মাত্র ৩টি শতরান করেছেন তিনি। কেরিয়ারের সেরা সময়ে তাঁর ব্যাটিং গড় পৌঁছেছিলো ৫৫.১০-এ। আইসিসি টেস্ট র‍্যাঙ্কিং-এ শীর্ষস্থানে পৌঁছেছিলেন তিনি। কিন্তু গত কয়েক বছরের ব্যর্থতার ফলে গড় নেমে এসেছে ৪৬.৮৫তে। শেষ ২৪ মাসে তাঁর টেস্ট গড় মাত্র ৩২.৫৬। ঘরের মাঠে বাংলাদেশ বা নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচটি টেস্টে রানের মুখ দেখেন নি তিনি। অস্ট্রেলিয়া সফরের শুরুটা ভালো হয়েছিলো। পার্‌থ-এ শতরান করেছিলেন বিরাট। কিন্তু আর একটি ইনিংসেও সফল হন নি। বারবার অফস্টাম্পের বাইরের বলে খোঁচা দিয়ে ধরা পড়েছেন উইকেটরক্ষক বা স্লিপ ফিল্ডারদের হাতে। ফর্ম পুনরুদ্ধারের আশায় রঞ্জি খেলেছিলেন। রান পান নি সেখানেও। ব্যর্থতার বোঝা না বাড়িয়ে সরে দাঁড়ানোই সঠিক সিদ্ধান্ত, মত বিশ্লেষকদের।

নতুন রক্তের আমদানি-

Yashasvi Jaiswal and Virat Kohli | Image: Getty Images
Yashasvi Jaiswal and Virat Kohli | Image: Getty Images

এক বড়সড় রদবদলের মধ্যে দিয়ে যাচ্ছে ভারতীয় দল’ও। ২০২৩-এর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পর ছেঁটে ফেলা হয়েছিলো রাহানে, পূজারাদের। গত বছর অস্ট্রেলিয়া সিরিজের মাঝপথে সরে দাঁড়িয়েছিলেন রবিচন্দ্রণ অশ্বিন। সম্প্রতি অবসর ঘোষণা করেছেন রোহিত শর্মা। এরপর বিরাট কোহলি (Virat Kohli) সরে দাঁড়ালে একটা সম্পূর্ণ প্রজন্মের অবসান হবে দলে। একঝাঁক সিনিয়র তারকা একসাথে বিদায় নিলে সাময়িক সমস্যা হয়ত হবে ভারতের, কিন্তু নতুনদের উঠে আসা দীর্ঘ সাফল্যের ভিত গড়ে দিতে পারে ‘মেন ইন ব্লু’র জন্য। অতীতে এভাবেই অল্প সময়ের ব্যবধানে জাস্টিন ল্যাঙ্গার, ড্যামিয়েন মার্টিন, শেন ওয়ার্ন, গ্লেন ম্যাকগ্রাদের অল্প সময়ের ব্যবধানে হারিয়েছিলো অস্ট্রেলিয়া। সেই শূন্যতা কিন্তু ঢেকে দিয়েছিলেন স্টার্ক, হ্যাজেলউড, স্মিথ, কামিন্স, লিঁয়’রা। ভারতের ক্ষেত্রেও ঘটতে পারে একই ঘটনা।

নিশানায় ২০২৭-এর বিশ্বকাপ-

Virat Kohli | Image: Getty Images
Virat Kohli | Image: Getty Images

২০২৪-এর জুনে আন্তর্জাতিক টি-২০’কে বিদায় জানিয়েছিলেন বিরাট কোহলি (Virat Kohli)। এবার টেস্ট থেকেও সরে দাঁড়ানোর ইচ্ছা ব্যক্ত করেছেন তিনি। খেলবেন কেবল ওয়ান ডে। তাঁর ফোকাসে যে ২০২৭-এর ওয়ান ডে বিশ্বকাপ সে নিয়ে কোনো দ্বিধা নেই। ২০১১ সালে ইতিমধ্যে একবার বিশ্বখেতাব জিতেছেন তিনি। কিন্তু ২০২৩-এ দেশের মাঠে ফাইনাল হারের ক্ষত এখনও দগদগে তাঁর মনে। সেই ক্ষতে প্রলেপ লাগানোর মরিয়া চেষ্টা তিনি করতে পারেন দক্ষিণ আফ্রিকার মাটিতে। পঞ্চাশ ওভারের ফর্ম্যাটে ভালো ফর্মে আছেন কোহলি। চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ে বড় ভূমিকা রেখেছেন। সেই ধারাবাহিকতাই বছর দুয়েক পরেও ধরে রাখতে চান। অন্য দুই ফর্ম্যাট না খেললে অনেক তরতাজা ও ‘ফিট’ অবস্থায় ওয়ান ডে বিশ্বকাপ খেলতে পারবেন কোহলি, যা ভারতের জন্য আশীর্বাদ হতে পারে ক্রিকেটের সর্বোচ্চ মঞ্চে।

Also Read: আরসিবির কপালে নেই ট্রফি, হঠাৎ করেই বন্ধ হলো IPL 2025 !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *