TOP 3: এই ৩ ক্রিকেটারকে আসন্ন IPL ‘মিনি’ নিলামে আগ্রহ দেখাবে না কোনো দল !! 1

মনীশ পাণ্ডে

Manish Pandey | image: twitter
Manish Pandey will find it difficult to find himself a team in this year’s IPL auction.

আইপিএলে’র ইতিহাসে মনীশ পাণ্ডে (Manish Pandey) নিঃসন্দেহে একটি বড় নাম। প্রথম ভারতীয় হিসেবে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের আঙিনায় শতরান করার রেকর্ডটিও রয়েছে তাঁর ঝুলিতে। অভিজ্ঞ মনীশ একার দক্ষতায় অনেক ম্যাচ জিতিয়েছেন তাঁর দল’কে। বিশেষ করে কলকাতা নাইট রাইডার্সে থাকাকালীন ২০১৪ আইপিএলের ফাইনালে ট্রফি জয়ে বিরাট ভূমিকা রেখেছিলো তাঁর ব্যাটিং তাণ্ডব। মিডল অর্ডারের ব্যাটার মনীশ পাণ্ডে বড় শট এবং স্ট্রাইক রোটেশন, দুইতেই সিদ্ধহস্ত। খুচরো রান নিয়ে স্কোরবোর্ড চালু রাখতে ভালোবাসেন। ১৬০টি আইপিএল ম্যাচে ৩৬৪৮ রান করেছেন মনীশ। ২০২২ মেগা অকশনে মনীশ’কে দলে নিয়েছিলো লক্ষ্ণৌ ফ্র্যাঞ্চাইজি। কিন্তু ব্যাট হাতে ভরসা দিতে পারেন নি। ৬ টি ম্যাচ খেলে মাত্র ৮৮ রান’ই করতে সমর্থ হয়েছিলেন তিনি। অনেক আশা নিয়ে ৪.৬০ কোটি টাকার বিনিময়ে তাঁকে সই করালেও মনীশের পারফর্ম্যান্স দেখে তাঁকে ছেঁটে ফেলতে হয়েছে লক্ষ্ণৌ ফ্র্যাঞ্চাইজি’কে।  বছর ৩৩ এর মনীশ দীর্ঘদিন জাতীয় দল থেকে দূরে রয়েছেন। শেষ বার নীল জার্সিতে তাঁকে দেখা গিয়েছিলো শ্রীলঙ্কার বিরুদ্ধে ২০২১ সালে। বিগত বছরের ফর্ম মাথায় রেখে এক্সময় ট্রফি জেতানো মনীশ’কে (Manish Pandey) বাতিলের খাতায় ফেলতে পারে ফ্র্যাঞ্চাইজিগুলো।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *