TOP 3: এই ৩ ক্রিকেটারকে আসন্ন IPL ‘মিনি’ নিলামে আগ্রহ দেখাবে না কোনো দল !! 1

ডোয়েন ব্র্যাভো-

DJ Bravo | image: twitter
It is not going to be easy for CSK veteran DJ Bravo to find a new team this year.

আইপিএলের ইতিহাসে সর্বকালের সেরা খেলোয়াড়দের তালিকা বাছতে বসলে শুরুতেই যে কয়েকটা নাম মাথায় আসবে তার মধ্যে থাকা উচিৎ উইন্ডিজ দলের অলরাউন্ডার ডোয়েন ব্র্যাভো(Dwayne Bravo)। চেন্নাই সুপারকিংস হোক বা গুজরাত লায়ন্স, যখন যে দলেই খেলেছেন তিনি, পেয়েছেন দুর্দান্ত সাফল্য। আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ উইকেটশিকারী তিনি। ১৬১ ম্যাচে নিয়েছেন ১৬৩ উইকেট। ২০১৩ সালে এক মরসুমে ৩২ উইকেট নিয়ে জিতেছিলেন পার্পল ক্যাপ। আজও এক মরসুমে তার থেকে বেশী উইকেট কেউ নিতে পারেন নি। অবশ্য এই রেকর্ডে ভাগ বসিয়েছেন রয়্যাল চ্যালঞ্জার্স বেঙ্গালুরু’র হর্ষল প্যাটেল। ব্যাট হাতেও লোয়ার অর্ডারে বহু ম্যাচের ফয়সালা করে দিয়েছেন তিনি। করেছেন মোট ১৫৬০ রান। রয়েছে ৫ টি অর্ধশতক। আইপিএলের ইতিহাসে অন্যতম সেরা এই খেলোয়াড়’কে এইবার দলে ধরে রাখে নি চেন্নাই সুপার কিংস। বর্তমানে ৩৯ বছর বয়স তাঁর। নিজের সেরা ক্রিকেটীয় সময় যে তিনি পেরিয়ে এসেছেন তা মানছেন সকলে। ‘বুড়ো ঘোড়া’ ব্র্যাভো’র(Dwayne Bravo) ওপর তাই হয়ত বাজি খেলতে রাজী নাও হতে পারে কোটিপতি লীগের ১০ ফ্র্যাঞ্চাইজি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *