TOP 3: টি-২০ বিশ্বকাপ এখন অতীত। ক্রিকেটবিশ্ব অধীর আগ্রহ নিয়ে তাকিয়ে এখন ভারতের দেড়মাসব্যপী ক্রিকেট পার্বণ ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (IPL)-এর দিকে। টুর্নামেন্ট শুরু হতে বেশ কয়েকমাস দেরী আছে এখনও। তবে দ্রুত গতিতে এগিয়ে আসছে আইপিএলের ‘মিনি’ অকশন। আগামী ২৩ ডিসেম্বর, কেরালা’র কোচি’তে বসার কথা এই ‘মিনি’ নিলাম। গত নিলামের উদ্বৃত্ত অর্থ, ক্রিকেটার রিলিজের পর পাওয়া অর্থ আর তার সাথে আরও ৫ কোটি টাকা হাতে থাকবে ফ্র্যাঞ্চাইজিগুলোর। নতুন উদ্যমে দল গুছিয়ে নিতে কোমর বেঁধে আসরে নেমেছে ১০ ই দল’ই। নিজেদের ম্যাচ উইনারদের ধরে রেখে কয়েকজন’কে বাতিল করার পন্থা নিয়েছে দলগুলি। অনেক দল যেমন অপরীক্ষিত তরুণ প্রতিভাদের ওপর আস্থা রেখেছে আবার অনেক দল ছেড়ে দিয়েছে তাদের তারকা ক্রিকেটারদের। নীচে রইলো এমন ৩ টি নাম, যাঁদের অফ ফর্ম বা বয়সজনিত কারণে হয়ত দলে নেওয়ার আগ্রহ দেখাবে না কোনো আইপিএল ফ্র্যাঞ্চাইজি।
কেন উইলিয়ামসন

আধুনিক ক্রিকেটে অন্যতম শ্রেষ্ঠ ব্যাটারদের তালিকা তৈরি করতে গেলে ওপরের দিকেই থাকবে নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসনের(Kane Williamson) নাম। তাঁর ব্যাটিং দেখে মনে হতে পারে তিনি হয়ত ধ্রুপদী ঘরানা’র খেলোয়াড়। টি-২০’র মত গতিমান ক্রিকেটে পিছিয়ে পড়বেন কেন। কিন্তু ইতিপূর্বে তিনি প্রমাণ করে দিয়েছেন যে টেস্ট বা একদিনের ম্যাচে তিনি যতটা কার্যকরী ঠিক ততটাই দুর্দান্ত টি-২০ ম্যাচেও। কেনের আইপিএল কেরিয়ার বেশ চমকপ্রদ। ২০১৮ সালে ১৬ ম্যাচে তিনি ৭৫৩ রান করে জিতে নিয়েছিলেন কমলা টুপি। সানরাইজার্স দলের স্থায়ী অধিনায়ক ডেভিড ওয়ার্নার(David Warner) ছিটকে যাওয়ায় নেতৃত্বের দায়িত্ব পেয়েছিলেন কেন। নিজের ব্যাটে ভর দিয়েই সানরাইজার্স’কে ফাইনাল অব্দি নিয়ে গিয়েছিলেন কিউই ব্যাটার। ৭৫৩ রানের পাশাপাশি সেই বছর তিনি করেছিলেন ৮ টি অর্ধশতক। ২০২২ অব্দি তিনি ছিলেন সানরাইজার্স দলের নিয়মিত সদস্য। কিন্তু সময়ের সাথে ফিকে হয়েছে কেনের ব্যাটের রঙ। ২০২২ আইপিএলে ১৩ ম্যাচে ১৯.৬৪ গড়ে মাত্র ২১৬ রান করতে পেরেছিলেন তিনি। সানরাইজার্স’ও সাফল্য পায় নি আইপিএলে। তাঁকে আর ধরে না রাখার সিদ্ধান্ত নিয়েছে দল। আইপিএলে দুরন্ত ভাবে ফিরে আসার জন্য টি-২০ বিশ্বকাপে ভালো পারফর্ম করতে হত কেন’কে। তা তিনি পারেন নি। বরং সেমিফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে তাঁর মন্থর ব্যাটিং নিয়ে সমালোচনা’র ঝড় উঠেছে ক্রিকেটবিশ্বে। সাম্প্রতিক ফর্ম বিচার করে বলা যায় একসময়ের আইপিএল জনতার নয়ন মণি উইলিয়ামসন(Kane Williamson) এইবার দল নাও পেতে পারেন।