ময়ঙ্ক আগরওয়াল

তালিকায় তৃতীয় নাম ময়ঙ্ক আগরওয়াল(Mayank Agarwal)। টেস্ট ক্রিকেটে বেশ কিছু সুযোগ পেয়েছেন তিনি। সেখানে রান করলেও বর্তমানে অতিরিক্তের তালিকাতেই সাধারণত দেখা যায় তাঁর নাম। নিজের টেস্ট কেরিয়ারে ২১ ম্যাচে ৪১.৩৩ ব্যাটিং গড় সহ ১৪৮৮ রান করেছেন তিনি। রয়েছে ৪ টি শতরান। ২ টি দ্বিশতরান এবং ৬ টি অর্ধশতক। তবে সীমিত ওভারের খেলায় মায়াঙ্ক’কে ঠিক করে ব্যবহার করতে পারে নি BCCI। ঘরোয়া ক্রিকেট বা আইপিএলের মঞ্চে মায়াঙ্ক বারবার দেখিয়েছেন যে সাদা বলের ক্রিকেটেও সমান সাবলীল তিনি। কিন্তু তাঁকে তিন ফর্ম্যাটেই নিয়িমিত সুযোগ দেওয়ার কথা ভাবে নি ভারতের ক্রিকেট বোর্ড। এখনও পর্যন্ত মাত্র ৫ টি একদিনের ম্যাচেই সুযোগ দেওয়া হয়েছে। মায়াঙ্ক(Mayank Agarwal) রান করেছেন ৮৬। এখনও টি-২০ ক্রিকেটে জাতীয় দলের নীল জার্সি গায়ে চাপানোর সুযোগ হয় নি মায়াঙ্কের।