মনীশ পান্ডে

মনীশ পান্ডে’ও(Manish PAndey) ভারতের ক্রিকেট আঙিনায় একজন পরিচিত নাম। ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের ইতিহাসে সেঞ্চুরি করা প্রথম ভারতীয় ক্রিকেটার তিনি। ঘরোয়া ক্রিকেটে কর্ণাটকের হয়ে অথবা আইপিএলের মঞ্চে, বারবার নিজেকে প্রমাণ করেছেন তিনি। মূলত তাঁর ইনিংসে ভর করেই ২০১৪ সালে আইপিএল য়্রফি জিতেছিলো কলকাতা নাইট রাইডার্স। ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফর্ম করা সত্ত্বেও জাতীয় দলের হয়ে বেশীদিন খেলা হয় নি তাঁর। সুযোগ’ও পেয়েছেন বেশ কম। ২০১৫ সালে জিম্বাবুয়ের বিরুদ্ধে একদিনের ম্যাচে অভিষেক হয় তাঁর। শেষ একদিনের ম্যাচ খেলেছেন শ্রীলঙ্কার বিরুদ্ধে ২০২১ সালে। প্রায় সাত বছর জাতীয় দলের অংশ থাকলেও কপালে জুটেছে মাত্র ২৯ টি একদিনের ম্যাচ। রান সংখ্যা ৫৬৬। দুটি অর্ধশতক করেছেন। করেছেন অস্ট্রেলিয়ার মাটিতে ম্যাচ জেতানো শতরান। তবুও দীর্ঘসময়ের জন্য তাঁর কথা ভাবেন নি ভারতের নির্বাচক’রা। ৩৯ টি টি-২০ খেলেছেন মনীশ। ব্যাটিং গড় ৪৫ এর কাছে। পরিসংখ্যান তাঁর হয়ে কথা বললেও ২০২০ সালের পর থেকে কুড়ি-বিশের ক্রিকেটেও জাতীয় দলে ব্রাত্য মনীশ(Manish Pandey)। সুযোগ না দেওয়ায় প্রতিভার অপমৃত্যু ঘটছে তাঁর, সে কথা বলাই যায়।