TOP 3: একা সঞ্জু স্যামসন নন, সুযোগ না দিয়ে আরও ৩ প্রতিভাবান ক্রিকেটারের কেরিয়ার বরবাদ করেছে BCCI !! 1

TOP 3: ১৪০ কোটির দেশ ভারতবর্ষ। ক্রিকেটপাগল দেশে প্রতিভা লুকিয়ে রয়েছে প্রতিটা কোণায়। এই ১৪০ কোটি জনসংখ্যা থেকে সেরা একাদশ বেছে নেওয়ার মত কঠিন কাজ করতে হয় ভারতের ক্রিকেট নিয়ামক সংস্থা BCCI-কে। ঘরোয়া ক্রিকেটের আঙিনা থেকে জাতীয় দলের জার্সি গায়ে চাপানোর রাস্তা’টি তাই সহজ নয়। এই প্রতিকূলতা এবং বিপুল প্রতিযোগিতার মধ্যেও দীর্ঘ সময় ধরে দেশের হয়ে খেলেছেন বহু ক্রিকেটার। নিজ প্রতিভার জোরেই প্রতিভাত তাঁরা। তবে সবার পক্ষে সম্ভব হয় না তা। এমন অনেক ক্রিকেটার’কে আমরা দেখেছি যাঁদের মধ্যে প্রতিভা থাকা সত্ত্বেও হয়ত গায়ে চাপানো হয়নি জাতীয় দলের জার্সি, অথবা অল্প কিছু সুযোগ পেয়েই থেমে থাকতে হয়েছে, বিদায় নিতে হয়েছে আন্তর্জাতিক ক্রিকেটের মঞ্চ থেকে। সম্প্রতি কেরালার সঞ্জু স্যামসন’কে(Sanju Samson) নিয়ে এমনই আশঙ্কা করছেন ক্রিকেট বিশেষজ্ঞ’রা। নিয়মিত রানের মধ্যে আছেন স্যামসন, তা সত্ত্বেও তাঁকে জায়গা দেওয়া হচ্ছে না ‘টিম ইন্ডিয়া’র প্রথম একাদশে। কেরিয়ার নষ্ট করছে বোর্ড, আক্রমণ শানিয়েছেন অনেকে। ইতিহাস ঘেঁটে দেখলে অবশ্য আমরা দেখবো যে স্যামসন একা নন, এর আগেও সুযোগ না পেয়ে আন্তর্জাতিক আঙিনা থেকে হারিয়ে গিয়েছেন অনেকে। নীচে রইলো এমন ৩ ক্রিকেটারের তালিকা।

অম্বাতি রায়ডু-

Ambati Rayudu | image: Twitter
Ambati Rayudu did not get enough chances for India.

ভারতীয় ক্রিকেটে পরিচিত নাম অম্বাতি রায়ডু(Ambati Rayudu)। ঘরোয়া ক্রিকেট আর আইপিএলে দুর্দান্ত পারফর্ম্যান্স করে ২০১৩ সালে প্রথম ভারতের একদিনের দলে ডাক পেয়েছিলেন তিনি। বিরাট কোহলি’র নেতৃত্ব জিম্বাবুয়ের বিরুদ্ধে অভিষেক ঘটে তাঁর। ২০১৩ থেকে ২০১৯, প্রায় ৭ বছর জাতীয় দলের অংশ থাকলেও মাত্র ৫৫ টি একদিনের ম্যাচ খেলার’ই সৌভাগ্য হয়েছে তাঁর। একদিনের ক্রিকেট কেরিয়ারে ৫৫ টি ম্যাচের মধ্যে ৫০ ইনিংসে ১৬৯৪ রান করেছেন তিনি। শতরান রয়েছে ৩ টি। অর্ধশতক ১০ টি। ব্যাটিং গড় বেশ চমকপ্রদ, ৪৭.০৬। এছাড়া ৬টি টি-২০ ম্যাচ’ও খেলেছেন তিনি। ফর্মে থাকা সত্ত্বেও তাঁকে ২০১৯ বিশ্বকাপের দল থেকে বাদ দেওয়া হয়। আর ফেরানো হয় নি জাতীয় দলের নীল জার্সিতে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *