TOP 3: লক্ষ্ণৌ’তে প্রথম একাদশে বদল আনতে চলেছে টিম ইন্ডিয়া ! মাস্ট উইন’ ম্যাচে সুযোগ পেতে পারেন এই ৩ ক্রিকেটার !! 1

যুজবেন্দ্র চাহাল-

Yuzvendra Chahal | image: twitter
Yuzvendra Chahal can replace Kuldeep Yadav in the Indian XI against New Zealand at Lucknow

মাঝের ওভারগুলোতে উইকেট তোলা নিয়ে সমস্যায় পড়তে দেখা গিয়েছে ভারতীয় দল’কে। সমাধান হিসেবে দলে জায়গা করে দেওয়া হতে পারে যুজবেন্দ্র চাহালকে (Yuzvendra Chahal)। ভারতের জার্সিতে সফলতম টি-২০ বোলার তিনি। ৭৪ ম্যাচে নিয়েছেন ৯০ উইকেট। চাহালের উইকেট তোলার ক্ষমতাকে কাজে লাগানোর জন্যই ফেরানো হতে পারে তাঁকে। চাহাল দলে ফিরলে জায়গা হারাতে পারেন কুলদীপ যাদব। গত ম্যাচে কুলদীপ ৪ ওভারে মাত্র ২০ রান দিলেও নিয়েছেন মাত্র ১ উইকেট। সেই জন্যই বাইরের রাস্তা দেখতে হতে পারে তাঁকে। তবে জুটি হিসেবে সুনাম রয়েছে চাহাল এবং কুলদীপের (Kuldeep Yadav)। সেই কথা মাথায় রেখে তাঁদের দু’জনকেই প্রথম একাদশের অংশ করতে পারে ভারত। গত ম্যাচে এক স্পিনার কম খেলিয়ে ডুবেছিলো দল। তা শুধরাতে এক অতিরিক্ত স্পিনার খেলাতে পারেন কোচ দ্রাবিড়। সেক্ষেত্রে বাইরে যেতে পারেন উমরান মালিক বা শিভম মাভির মধ্যে একজন। ব্যাটে-বলে ভালো ছিলো না অলরাউন্ডার দীপক হুডার (Deepak Hooda) প্রদর্শনও। কুল-চা জুট খেললে, দ্বিতীয় ম্যাচে ডাগ-আউটে স্থান হতে পারে তাঁরও।

Read More: IND vs NZ: রাঁচিতে ভারত হারতেই আতসকাঁচের নীচে পারফর্ম্যান্স ! হার্দিকের অধিনায়কত্ব নিয়ে তোপ দাগলেন ওয়াসিম জাফর !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *