TOP 3: লক্ষ্ণৌ’তে প্রথম একাদশে বদল আনতে চলেছে টিম ইন্ডিয়া ! মাস্ট উইন’ ম্যাচে সুযোগ পেতে পারেন এই ৩ ক্রিকেটার !! 1

মুকেশ কুমার-

Mukesh Kumar | image: twitter
Bengal pacer Mukesh Kumar can make his India debut against New Zealand at Lucknow

শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজে প্রথমবারের মত ভারতীয় দলে সুযোগ পেয়েছিলেন বাংলার পেসার মুকেশ কুমার (Mukesh Kumar)। সেই যাত্রায় যদিও অভিষেক হয় নি তাঁর। বিহারের গোপালগঞ্জ জেলায় জন্ম হলেও ঘরোয়া ক্রিকেটে বাংলার প্রতিনিধিত্ব করেন মুকেশ। ২০১৫ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে পথচলা শুরু করেন তিনি। তারপর থেকে আর পিছন ফিরে তাকাতে হয় নি মুকেশ’কে। এর আগে ভারতীয়-এ দলের হয়ে খেলেছেন। কেরিয়ারে ৩৫ প্রথম শ্রেণির ম্যাচে নিয়েছেন ১৩৪ উইকেট। এবার জাতীয় দলের নীল জার্সি গায়ে চাপানোর সুযোগ সম্ভবত পেতে পারেন লক্ষ্ণৌ’তে। মুকেশ (Mukesh Kumar) প্রথম একাদশে সুযোগ পেলে বাইরে যেতে পারেন অর্শদীপ সিং (Arshdeep Singh)। বাঁ-হাতি পেসার অর্শদীপের বোলিং অনুশাসন নিয়ে বারবার কথা উঠছে। নিয়মিত নো-বল করে দলকে ডোবাচ্ছেন তিনি। এর আগে শ্রীলঙ্কার বিরুদ্ধে এক ইনিংসে ৫ নো বল করেছিলেন তিনি। গতকাল কিউইদের বিপক্ষেও নো বল করে ভিলেন হলেন অর্শদীপ। শেষ ওভারে অর্শদীপের (Arshdeep Singh) হাতে বল তুলে দিয়েছিলেন হার্দিক পান্ডিয়া। ওভারের প্রথম বলটিই নো করে বসেন তিনি। শেষ ওভারে মোট ২৭ রান খরচ করেন তিনি। ৪ ওভারে ৫১ রান দেন অর্শদীপ। ভারতের জয় আর হারের মাঝে ব্যবধান হয়ে দাঁড়ায় সেই ওভারটিই। সেই কারণেই দ্বিতীয় ম্যাচে অর্শদীপের বাদ পড়া একপ্রকার নিশ্চিত। পেস আক্রমণে যুক্ত হতে পারেন মুকেশ কুমার।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *