বিশ্বের অন্যতম উত্তেজনায় পরিপূর্ণ ক্রিকেট লিগ আইপিএল।শুরু থেকে শেষ, ম্যাচের প্রতিটি মোড় যেনো থ্রিলার সিনেমা’কে হার মানায়।এহেন আইপিএলে’র সম্পূর্ণ অন্য এক প্রসঙ্গ নিয়ে আজ আলোচনা করবো এখানে।
আইপিএলের ইতিহাসে খুব কম সময় এমনটা দেখা গেছে যে দলের একজন ক্রিকেটার শতরান করলেও ম্যাচ হেরেছে তার দল।এমন ব্যর্থ শতরানের সংখ্যা আইপিএলে মোট ১২ টি।এরমধ্যে আটটি এসেছে ভারতীয় ব্যাটসম্যানদের দ্বারা।প্রসঙ্গত, তারকা সাউথ আফ্রিকান ক্রিকেটার হাসিম আমলা একমাত্র দুর্ভাগ্যবান ক্রিকেটার যার গড়া এমন দুটি ব্যর্থ শতরান আছে, তেমনই ফাইনালে ব্যর্থ শতরান গড়ার রেকর্ড রয়েছে বাংলার তারকা ক্রিকেটার ঋদ্ধিমান সাহার।২০১৪ সালের আইপিএলের ফাইনালে তিনি শতরান করলেও কলকাতা’কে হারিয়ে আইপিএল জেতা হয়নি পান্জাবের।আজকের প্রতিবেদনে নজর এমন তিন ব্যার্থ শতরানের ইনিংসের দিকে যার সাথে নাম জড়িয়ে আছে তারকা ভারতীয় ক্রিকেটারদের।
৩. ঋষভ পন্থ ১২৮* ( দিল্লি ক্যাপিটালস বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ, ২০১৮)
২০১৮ সালের আইপিএলে দিল্লি বনাম হায়দ্রাবাদ ম্যাচ।ঘরের মাঠে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় দিল্লি অধিনায়ক শ্রেয়স আইয়ার।যদিও শুরুতে পরপর দুই উইকেট খুঁইয়ে দিল্লির স্কোর হয়ে দাড়ায় ২১/২ ।
এরপর ক্রিজে শ্রেয়সের সাথে যোগদান করেন ঋষভ পন্থ।পরবর্তী সময়ে অধিনায়ক আউট হয়ে গেলেও একের পর এক দুর পাল্লার শট খেলতে থাকেন পন্থ।এদিন একেবারে বিধ্বংসী মেজাজে পাওয়া গেছিলো তাকে।ইনিংসের শেষ ওভারে প্রবীণ কুমার’কে বেধড়ক পিটিয়ে গড়েন ২৬ রান।
ইনিংস শেষে তার রানসংখ্যা গিয়ে দাড়ায় ৬৩ বলে ১২৮*। আছে ১৫ টি চার এবং ৭ টি ছয়।তার দুরন্ত ইনিংসের উপর ভর করে ২০ ওভার শেষে দিল্লির স্কোর গিয়ে দাড়ায় ১৮৭/৫ ।
যদিও এইদিন ম্যাচ জিততে পারেনি দিল্লি।নয় উইকেট হাতে নিয়ে সাত বল বাকী থাকতেই ম্যাচ জিতে যায় হায়দ্রাবাদ।সৈজন্যে ধাওয়ান ( ৯২* ) এবং উইলিয়ামসনের ( ৮৩* ) অপরাজিত ইনিংস।আইপিএলের প্রথম শতরানের গড়ার অভিজ্ঞতা একেবারেই ভালো ছিলো না পন্থের।
২. বিরাট কোহলি ১০০* (রয়্যাল চ্যালেন্জার্স ব্যাঙ্গালোর বনাম গুজরাট লায়ন্স, ২০১৬ )
২০১৬ সালে রাজকোটে গুজরাটের বিপক্ষে ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ব্যাঙ্গালোর অধিনায়ক কোহলি।ওয়াটসনের সাথে নিজে ওপেন করতে নেমেছিলেন ভারত অধিনায়ক।
দ্রুত ওয়াটসন আউট হয়ে ফিরলে ডি ভিলিয়ার্স’এর সাথে পন্চাশ রানের পার্টনারশিপ গড়েন কোহলি।এরপর এ বি আউট হয়ে ফিরলে রাহুলের সাথে যুগলবন্দী জমে ওঠে কোহলির।ক্রমশ আক্রমণাত্মক ব্যাটিং শুরু করেন বিরাট।১৯ ওভার শেষে দলের রান গিয়ে দাড়ায় ১৬৩/২ ।কোহলি করেন অপরাজিত ৮৫।শেষ ওভারে ব্রাভোর তিন বলে ১৪ রান জুড়ে শতরান করেন কোহলি।প্রসঙ্গত, এটাই ছিলো এই মুহূর্তে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ব্যাটসম্যানের প্রথম আইপিএল শতরান।যদিও ব্যাঙ্গালোরের দেওয়া ১৮১ রানের লক্ষ্যমাত্রা ম্যাচের তিন বল বাকী থাকতেই পেরিয়ে যায় গুজরাট।দীনেশ কার্তিকের খেলা ঝোড়ো ইনিংস সেইদিন জয় এনে দেয় গুজরাট’কে।
১. শচীন তেন্ডুলকর ( মুম্বাই ইন্ডিয়ান্স বনাম কোচি টাস্কার্স কেরেলা, ২০১১ )
দ্বিতীয় ভারতীয় ব্যাটসম্যান হিসেবে আইপিএলে শতরান গড়ার রেকর্ড গড়েছিলেন শচীন তেন্ডুলকর।২০১১ সালে কোচি টাস্কার্স কেরেলার বিরুদ্ধে এই রেকর্ড গড়েছিলেন ” ক্রিকেট ইশ্বর ” ।
সেইদিন কোচির অধিনায়ক জয়বর্ধনে ওয়াংখেড়ে’তে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন।ওপেন করতে নেমে শুরু থেকে দুরন্ত হয়ে উঠেছিলেন ” ক্রিকেট ইশ্বর ” ।প্রথমে ডেভি জেকভস তারপর আম্বাতি রায়ডু’র সাথে জুটি বেঁধে ক্রমশ দুরন্ত হয়ে ওঠেন রায়ডু।
৬৬ বলে ১০০ রান করেছিলেন সেইদিন শচীন তেন্ডুলকর।এটাই ছিলো তার আইপিএলে’র প্রথম শতরান।ইনিংস সাজানো ১২ টি চার এবং ৩ টি ছয় দিয়ে।
কিন্তু কাজে লাগেনি তেন্ডুলকরের একমাত্র আইপিএল শতরান।মুম্বাইয়ের দেওয়া ১৮৩ রানের লক্ষ্যমাত্রা অধিনায়ক জয়বর্ধনে এবং ম্যাককুলামের দুরন্ত ইনিংসের উপর নির্ভর করে পেরিয়ে যায় কোচি।