হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) নামটাই যেন এক আলোড়নের প্রতীক। আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের অন্যতম সেরা অলরাউন্ডার হিসেবে তিনি নিজের পরিচিত গড়ে তুলেছেন। তিনি এখন তাঁর সফল্যের শিখরে। আট বছরের ক্যারিয়ারে একাধিক রুদ্ধশ্বাস পারফরম্যান্স দেখিয়ে এসেছেন হার্দিক পান্ডিয়া। আট বছরের ক্যারিয়ারে তাঁর ব্যাট-বল দু’টোই যতটা নজর কাড়ে, ততটাই শিরোনাম হন তাঁর মন্তব্য, সিদ্ধান্ত আর আচরণের জন্য। সদ্য সমাপ্ত হওয়া এশিয়া কাপে ছন্দপতন হয়েছিল হার্দিক পান্ডিয়ার এমনকি শ্রীলংকার বিরুদ্ধে রুদ্ধশ্বাস ম্যাচে চোট পেয়েছিলেন তিনি। যে কারণে এশিয়া কাপের ফাইনাল খেলতে পারেননি হার্দিক পান্ডিয়া। এমনকি সামনের অস্ট্রেলিয়া সফরেও চোটের কারণে সুযোগের হাতছাড়া হয়েছিল হার্দিক পান্ডিয়ার।
১. অধিনায়িকত্ব শর্তে MI দলে ফেরা

প্রথমেই আসে অধিনায়কত্বের শর্তে মুম্বই ইন্ডিয়ান্সে ফেরা। ২০২৪ সালে দুবাইয়ে অনুষ্ঠিত আইপিএল নিলামের আগে গুজরাট টাইটান্স ছেড়ে হার্দিক পান্ডিয়া ফিরছিলেন তাঁর পুরনো দল মুম্বই ইন্ডিয়ান্সে। কিন্তু পুরানো দলে ফিরতে তিনি ফ্রাঞ্চাইজির সামনে বড় স্বর্ত রেখেছিলেন। শর্ত ছিল একটাই—তাঁকে অধিনায়ক করলেই তিনি দলে ফিরবেন। শেষ পর্যন্ত ১৫ কোটি টাকার বিনিময়ে চুক্তি হয় এবং এমআই তাঁকে অধিনায়ক ঘোষণা করে, রোহিত শর্মাকে সরিয়ে। এই সিদ্ধান্তে রোহিতের ভক্তরা ক্ষুব্ধ হন, সোশ্যাল মিডিয়ায় শুরু হয় তীব্র সমালোচনা। অনেকেই হার্দিককে ‘অহংকারী’ বলেও মন্তব্য করেন।
Read More: শুভমান গিলের ভুলে রান আউট যশস্বী! ভেঙে গেল জয়সওয়ালের ডাবল সেঞ্চুরির স্বপ্ন !!
Read More: “সঞ্জু ক্যারিয়ার শেষ করছেন গম্ভীর..”, অধিনায়ক সূর্যকুমার যাদবের মন্তব্যে চাঞ্চল্য ক্রিকেট মহলে !!
২. সিনিয়র খেলোয়াড়কে গালিগালাজ করা

দ্বিতীয় বিতর্ক ২০২২ সালের, যখন গুজরাট টাইটান্সের হয়ে খেলার সময় মোহাম্মদ শামির সঙ্গে মাঠে ঝগড়া করেন তিনি। সেই মৌসুমে গুজরাটের ক্যাপ্টেন ছিলেন হার্দিক। শুরুর দিকে কয়েকটি ম্যাচে হার্দিককে বেশ চঞ্চল দেখা যেত। আর তখনই এক ম্যাচে ভুল করে ফেলেন শামি।সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ম্যাচে বল ধরতে ব্যার্থ হয়েছিলেন মোহম্মদ শামি। আর ফিল্ডিং মিসের পর হার্দিক তাঁকে উদ্দেশ্য করে অশালীন ভাষা ব্যবহার করেন, যা টেলিভিশনে ধরা পড়ে। ঘটনাটি ছড়িয়ে পড়তেই ভক্তরা তীব্র প্রতিক্রিয়া জানান এবং শামিও হার্দিককে ক্যামেরার সামনে এমন ব্যাবহার করতে বারণ করে দেন। হার্দিক অবশ্য পরে শামির কাছে ক্ষমা চেয়েছিলেন। হার্দিক ভারতীয় দলে থাকা কালীনও অনেকবার সতীর্থদের গালিগালাজ করে থাকেন।
৩. কফি উইথ করণ কান্ড

হার্দিক পান্ডিয়ার ক্যারিয়ারে সবচেয়ে আলোচিত বিতর্কটি হলো ‘কফি উইথ করণ’ কাণ্ড। ২০১৯ সালের জানুয়ারিতে যখন হার্দিক পান্ডিয়া ভারতের সাদা বলের নিয়মিত সদস্য ছিলেন তখন করণ জোহরের জনপ্রিয় শো-তে কেএল রাহুলের সঙ্গে উপস্থিত হন হার্দিক। সেখানে মেয়েদের নিয়ে তাঁর একাধিক অশালীন মন্তব্য দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। যার পর বিসিসিআই কেএল রাহুল এবং হার্দিক পান্ডিয়াকে দল থেকে বরখাস্ত করে। এমনকি তাদের এহেন মন্তব্য করার পিছনে কারণ দেখাতে বলে বিসিসিআই। হার্দিক অবশ্য পরে তাঁর এই মন্তব্য নিয়ে ক্ষমা প্রার্থনা করেন। সব মিলিয়ে, হার্দিকের জীবন মানেই উত্থান-পতনের গল্প। একদিকে তিনি ভারতের আধুনিক ক্রিকেটের আগ্রাসী চেহারা, অন্যদিকে বিতর্ক যেন তাঁর চিরসঙ্গী।