TOP 3: মাঠের বাইরে সুরার পাত্র হাতে সময় কাটে ভারতীয় দলের এই ৩ তারকা ক্রিকেটারের !! 1

TOP 3: ক্রিকেট পাগল দেশ ভারতবর্ষ। দেশের দেড়শ কোটি জনতার মধ্যে থেকে গুটিকয়েক সুযোগ পান ক্রিকেটে ভারতের প্রতিনিধিত্ব করার। সবসময়ই তাঁদের থাকতে হয় আতসকাঁচের তলায়। মাঠ বা মাঠের বাইরের আচরণে সামান্যতম ভুলচুক হলেই পড়তে হয় সমালোচনার মুখে। ভারতীয় দলের (Team India) ক্রিকেটারদের মধ্যে বেশ কয়েকজন বিভিন্ন সময় প্রকাশ্যে নিজেদের সুরাপ্রেম জাহির করে পড়েছেন সমালোচনার মুখে। ভারতে মদ বা অন্যান্য নেশার উদ্রেগকারী পানীয়কে বিশেষ ভালো চোখে দেখা হয় না।

এমনকি গুজরাত বা বিহারের মত কিছু রাজ্যে তো ইতিমধ্যেই মদকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এমতাবস্থায় পানীয়ের বোতল বা গ্লাস হাতে তিন ক্রিকেটারের ছবি সামনে আসায় সোশ্যাল মিডিয়ায় ট্রলের মুখে পড়তে হয়েছে তাঁদের। ক্রিকেটারদের ‘আইডল’ মানেন দেশের যুবসমাজের অনেকেই। ‘আইডল’রা যদি নেশায় বুঁদ থাকেন তাহলে তাঁদের থেকে সাধারণ যুবক-যুবতীরা কি শিখবেন প্রশ্ন উঠেছে তা নিয়ে। এই প্রতিবেদনে রইলো সেই তিন ক্রিকেটারের নামের তালিকা।

Read More: “আমি ছাড়া আর কে”, নিজের প্রশংসায় মাতলেন বিরাট কোহলি, অহংকার দেখিয়ে বললেন এই কথা !!

ঈশান্ত শর্মা-

Ishant Sharma | Team India | Image: Twitter
Ishant Sharma | Image: Twitter

দীর্ঘদেহী ভারতীয় ফাস্ট বোলার ঈশান্ত শর্মা (Ishant Sharma) গত দেড় দশক ধরে টিম ইন্ডিয়ার (Team India) প্রতিনিধিত্ব করছেন। বেশ কিছুটা সময় বাইরে থাকলেও এই বছরের আইপিএলে ফের ফিরে এসেছেন লাইমলাইটে। কামব্যাক করতে পারেন জাতীয় দলের হয়েও। নিজের কেরিয়ারে এখনও অবধি ১০৫ টি টেস্ট ম্যাচ খেলেছেন তিনি। নিয়েছেন ৩১১ টি উইকেট। ভারতীয় পেসারদের মধ্যে যা দ্বিতীয় সর্বোচ্চ। তার সামনে রয়েছেন কেবল কপিল দেব। ৮০ টি একদিনের ম্যাচে ‘মেন ইন ব্লু’ জার্সিতে তিনি নিয়েছেন ১১৫ উইকেট। ২০১৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের ক্ষেত্রে মুখ্য ভূমিকা ছিলো তাঁর। একই ওভারে প্রতিপক্ষ ইংল্যান্ডের দুই ব্যাটারকে সাজঘরে পাঠিয়ে ভারতকে চালকের আসনে বসিয়েছিলেন তিনি।

মাঠে বাইরের জীবনে ঈশান্ত (Ishant Sharma) একজন সুরাপ্রেমী। বেশ কয়েকবার পানীয়ের প্রতি তাঁর প্রেম চলে এসেছে প্রকাশ্যে। ২০০৮ সালে কমনওয়েলথ ব্যাঙ্ক সিরিজ জয়ের পর সুরা হাতে উদযাপনে মাততে দেখা গিয়েছিলো তাঁকে। ২০১৬ সালে সেই অস্ট্রেলিয়ারই সিডনির একটি ক্লাবে শ্যাম্পেনের বোতল হাতে নিয়ে ঈশান্তের একটি ছবি ভাইরাল হয়েছিলো সোশ্যাল মিডিয়াতে। ছবিতে তাঁর সাথে ছিলেন সুরেশ রায়না এবং ভুবনেশ্বর কুমারও। সংবাদমাধ্যমের আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছিলো এই ছবিটি।

পৃথ্বী শ-

Shaw and Swapna | Team India | Image: Twitter
Prithvi Shaw and Sapna Gill | Image: Twitter

এই তালিকায় দ্বিতীয় স্থানে নাম থাকবে টিম ইন্ডিয়ার (Team India) তরুণ ব্যাটার পৃথ্বী শ’র (Prithvi Shaw)। বিভিন্ন পার্টি বা অনুষ্ঠানে পৃথ্বী’কে দেখা গিয়েছে সুরার পাত্র হাতে। এমনকি নেশাসক্ত অবস্থায় ঝামেলাতেও জড়াতে দেখা গিয়েছে তাঁকে। মাঠের বাইরে আচার ব্যবহারে লাগাম টানতে না পারায় ভারতীয় দল থেকে বাদও পড়তে হয়েছে পৃথ্বীকে।

কয়েকমাস আগেই পৃথ্বী্কে (Prithvi Shaw) নিয়ে একটি ঘটনা সামনে এসেছিলো। সোশ্যাল মিডিয়া ক্রিয়েটর স্বপ্না গিল ও তাঁর সঙ্গীসাথীদের সাথে ঝামেলা হয় পৃথ্বী শ ও তাঁর বন্ধুর। বিষয়টি গড়িয়েছিলো হাতাহাতি অবধি। পুলিশের কাছে স্বপ্না যে অভিযোগ করেন তাতে তিনি পৃথ্বীর বিরুদ্ধে মদ্যপ অবস্থায় তাঁকে শারীরিক হেনস্থা করার কথা বলেন। এছাড়াও পৃথ্বীর বিরুদ্ধে কটূক্তি করার অভিযোগও সামনে আনেন স্বপ্না।

হার্দিক পান্ডিয়া-

Hardik Pandya | Team India | Image: Twitter
Hardik Pandya | Image: Twitter

তালিকায় তৃতীয় নাম হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya)। জাতীয় দলের অন্যতম সেরা তারকা হার্দিক পান্ডিয়া। এই মুহূর্তে সাদা বলের খেলায় তাঁকেই বলা হচ্ছে ভবিষ্যতের অধিনায়ক। ইতিমধ্যে গুজরাত টাইটান্সের নেতা হিসেবে আইপিএল জয়ের কৃতিত্ব অর্জন করেছেন। পাশাপাশি রোহিত শর্মার অবর্তমানে জাতীয় দলের অধিনায়কত্বও করছেন টি-২০ ক্রিকেটে। এখনও অবধি আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার বিরুদ্ধে চারটি সিরিজে ভারতকে নেতৃত্ব দিয়েছেন তিনি। জিতেছেন চারটিই। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটি একদিনের ম্যাচেও টিম ইন্ডিয়ার (Team India) নেতা হিসেবে জিতেছেন।

মাঠের বাইরের জীবনে সুরাপ্রেমী হার্দিকও। পার্টি করতে ভালোবাসেন তিনি। নিজেই নিজের তুলনা করেন পার্টিপ্রেমী ক্যারিবিয়ানদের সাথে। বিভিন্ন পার্টিতে পানীয়ের গ্লাস হাতে ফ্রেমবন্দী হয়েছেন হার্দিক। দিনকয়েক আগে রাজস্থানের এক দুর্গে আনুষ্ঠানিক ভাবে বিবাহবন্ধনে বাঁধা পড়েন হার্দিক (Hardik Pandya) ও নাতাশা স্ট্যাঙ্কোভিচ। সেই অনুষ্ঠানে শ্যাম্পেনের ফোয়ারা উড়িয়ে উদযাপনে মাততে দেখা গিয়েছিলো হার্দিক পান্ডিয়াকে।

Also Read: World Cup 2023: জৌলুস হারিয়েছে ভারত-পাক দ্বৈরথ, সৌরভ গাঙ্গুলীর নজর থাকবে এই প্রতিদ্বন্দ্বীতার উপর !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *