৩. শিখর ধাওয়ান
তালিকায় তৃতীয় স্থানে আছেন ওপেনার ব্যাটসম্যান শিখর ধাওয়ান (Shikhar Dhawan), ভারতীয় দলের অভিজ্ঞ ব্যাটসম্যান বর্তমানে দলে তার ফর্মের ব্যার্থতার জন্য সুযোগ পাচ্ছেন না, দলে থাকাকালীন একেরপর এক ভালো ইনিংস উপহার দিয়েছেন ধাওয়ান, ভারতীয় দলে এক ফরম্যাট প্লেয়ার হয়ে উঠেছিলেন ধাওয়ান, তবে ২০২৩ সালে জাতীয় দলে সুযোগ পেতে দেখা যায়নি ধাওয়ানকে। তিনি ভারতের হয়ে ৩৪ টেস্ট ম্যাচে ২৩১৫ রান, ১৬৭ ওয়ানডেতে ৬৭৯৩ রান এবং ৬৮ টি-টোয়েন্টি ম্যাচে ১৭৫৯ রান করেছেন। এছাড়া আন্তর্জাতিক ক্রিকেটে তিনি ২৪ টি শতরান করেছেন। এমনকি রোহিত শর্মার অবর্তমানে ভারতীয় দলের অধিনায়কের পদেও দেখা গিয়েছে ধাওয়ানকে। তার পারফরমেন্সের জন্যই তিনি ২০২৩ সালে খেলরত্ন পাওয়ার যোগ্য দাবিদার।