Top 3: ৩ ক্রিকেটার যারা ২০২৩ সালে খেলরত্ন পুরস্কার জিততে পারেন, তালিকায় এই চমকে দেওয়া নাম !! 1

২. ঝুলন গোস্বামী

Top 3: ৩ ক্রিকেটার যারা ২০২৩ সালে খেলরত্ন পুরস্কার জিততে পারেন, তালিকায় এই চমকে দেওয়া নাম !! 2

ভারতীয় মহিলা দলের অনুপ্রেরণা ও সেরা বলার হলেন ঝুলন গোস্বামী (Jhulan Goshwami), ২০২২ সালে ইংল্যান্ডের মাঠে ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ঝুলন। লম্বা ক্যারিয়ারে বিশ্বকাপ জেতা ছাড়া সব কিছুই অর্জন করেছেন ঝুলন, ১২ টেস্টে নিয়েছেন ৪৪ উইকেট, ২০৪ ওডিআই ম্যাচে সর্বাধিক ২২৫ টি উইকেট নিয়েছেন ঝুলন ও ৬৮ ম্যাচে ৫৬ উইকেট নিয়েছেন টি টোয়েন্টি ফরম্যাটে, ভারতীয় দলের অভিজ্ঞ এই বোলার ২০০২ সাল থেকে ক্রিকেট খেলছেন, দীর্ঘ ২০ বছরের ক্যারিয়ারে তিনি প্রচুর সফলতা পেয়েছেন, ভারতীয় মহিলা দলের এই অভিজ্ঞ পেস বোলার আগামী বছরে খেলরত্ন পুরস্কার পাওয়ার অন্যতম যোগ্য দাবিদার।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *