উঠেছিলো গার্হ্যস্থ হিংসার অভিযোগ-

চলতি বছরের এপ্রিল মাসেই গার্হ্যস্থ হিংসার অভিযোগ উঠেছিলো অমিত মিশ্রের (Amit Mishra) বিরুদ্ধে। বিয়ের পর পণ হিসেবে ১০ লক্ষ টাকা ও একটি গাড়ি চেয়ে স্ত্রী’র উপর অত্যাচার চালিয়েছেন ক্রিকেট তারকা, ছড়িয়েছিলো খবর। আঙুল উঠেছিলো তাঁর পরিবারের দিকেও। এমনকি অমিত মিশ্রের (Amit Mishra) ‘স্ত্রী’ ১ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে আইনের দ্বারস্থ হয়েছেন বলেও দাবী করেছিলো সংবাদমাধ্যমের একাংশ। এই খবরকে সম্পূর্ণ ‘ভুয়ো’ বলে উড়িয়ে দেন মিশ্র স্বয়ং। তিনি বিবাহিতই নন, স্পষ্ট জানিয়েছিলেন উত্তরপ্রদেশের ক্রিকেটার। যে বা যাঁরা তাঁর চরিত্রহননের উদ্দেশ্যে এহেন ভুয়ো খবর সংবাদমাধ্যম বা সমাজমাধ্যমে ছড়িয়েছেন তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকিও দিয়েছিলেন তিনি।