top-3-controversies-of-amit-mishra

কোহলির বিরুদ্ধে দেগেছিলেন তোপ-

Virat Kohli and Amit Mishra | Image: Twitter
Virat Kohli and Amit Mishra | Image: Twitter

সাংবাদিক শুভঙ্কর মিশ্রের পডকাস্ট অনুষ্ঠানে ক্রিকেট তারকা বিরাট কোহলি (Virat Kohli) সম্বন্ধে বিস্ফোরক মন্তব্য করেছিলেন অমিত মিশ্র (Amit Mishra)। অর্থ ও যশ পেয়ে মাথা ঘুরে গিয়েছে কোহলির, অভিযোগ করেন তিনি। বলেছিলেন, “আমি বিরাটকে অনেকখানি বদলে যেতে দেখেছি। আমরা প্রায় কথা বলা বন্ধই করে দিয়েছিলাম। যখন কেউ পরিচিতি, ক্ষমতা পান তখন সে ভাবে যে কোনো ফায়দার লোভেই লোকে তাঁদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে। আমি কখনও তেমন মানুষ নই। আমি চিকু’কে (বিরাট) ১৪ বছর বয়স থেকে চিনি। যখন ও শিঙাড়া খেত। যখন ওর প্রত্যেক রাতে পিৎজা প্রয়োজন হত।” শোরগোল ফেলে দিয়েছিলো অমিত মিশ্রের (Amit Mishra) মন্তব্য। বদলান নি বিরাট-পাল্টা সাক্ষাৎকারে দাবী করেছিলেন আরেক লেগস্পিনার পীয়ূষ চাওলা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *