বর্ণময় কেরিয়ারে আজ ইতি টানলেন অমিত মিশ্র (Amit Mishra)। সব ধরণের ক্রিকেট থেকে সরে দাঁড়াচ্ছেন-আজ সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দিয়েছেন বছর ৪১-এর তারকা। দেশের জার্সিতে ২২ টেস্টে নিয়েছেন ৭৬টি উইকেট। ৩৬টি একদিনের ম্যাচে তাঁর উইকেট সংখ্যা ৬৪। টি-২০তে ভারতের হয়ে ১০টি ম্যাচ খেলেছেন তিনি। উইকেটের সংখ্যা ১৬। ২০১৭’র পর আন্তর্জাতিক ক্রিকেটে আর ডাক পান নি তিনি। কিন্তু ঘরোয়া ক্রিকেটে অব্যাহত ছিলো তাঁর দাপট। আইপিএলে ১৬২ ম্যাচে ১৭৪টি উইকেট নিয়ে জায়গা করে নিয়েছেন সর্বোচ্চ উইকেটশিকারীদের তালিকায়। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক হ্যাটট্রিকেরও মালিক হরিয়ানার তারকাই। তাঁর মাঠের বাইরের জীবনও বেশ ঘটনাবহুল। বারবার বিতর্কে জড়াতে দেখা গিয়েছে অমিত মিশ্রকে (Amit Mishra)। তার মধ্যে তিনটি ঘটনা রইলো এই প্রতিবেদনে।
যৌন হেনস্থায় নাম জড়িয়েছিলেন মিশ্রের-

২০১৫ সালে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা সিরিজ চলাকালীন যৌন হেনস্থার অভিযোগ উঠেছিলো অমিত মিশ্রের (Amit Mishra) বিরুদ্ধে। ক্রিকেট তারকার দিকে আঙুল তুলেছিলেন তাঁরই এক বান্ধবী। বেঙ্গালুরুর একটি হোটেলের ঘরে তাঁকে শারীরিক ও মানসিক ভাবে নির্যাতন করেছেন টিম ইন্ডিয়ার লেগস্পিনার, অভিযোগ করেছিলেন ঐ তরুণী। তাঁর অভিযোগের ভিত্তিতে ক্রিকেট তারকাকে ডেকে পাঠায় বেঙ্গালুরু পুলিশ। ঘন্টা তিনেক ধরে চলেছে জিজ্ঞাসাবাদ। তিনটি ভিন্ন ধারায় গ্রেপ্তারও করা হয়েছিলো অমিত মিশ্রকে (Amit Mishra)। পরে অবশ্য জামিনে মুক্ত হন তিনি। পরে অভিযোগ তুলে নিয়েছিলেন অমিত মিশ্রের বান্ধবী। “আমি মিশ্রের থানায় আসার অপেক্ষা করছি। আমরা সহমতের ভিত্তিতে অভিযোগ প্রত্যাহার করলাম। আমরা বন্ধু ছিলাম, বন্ধুই থাকব,” সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন তরুণী।