TOP 3: অফ ফর্মে থেকেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট দলে রইলেন এই ৩ ক্রিকেটার ! WTC স্বপ্ন ভাঙতে পারে ভারতের !! 1

বিরাট কোহলি-

Virat Kohli | image: twitter
Virat Kohli is going through a lean patch in test cricket

এই তালিকায় বিরাট কোহলির নাম অবাক করতে পারে অনেককে। কিন্তু পরিসংখ্যান জানাচ্ছে যে শেষ কয়েক বছর ধরে টেস্টে একেবারেই ফর্মে নেই বিরাট (Virat Kohli)। ২০১৯ সালে ইডেনে দিন-রাতের টেস্টে শতরানের পর তিন বছর কেটে গেলেও একটিও শতরান আসে নি তাঁর ব্যাট থেকে। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা’র মত প্রতিপক্ষের বিরুদ্ধে এরপরে খেলেছে ভারত। খেলেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালও। কিন্তু সাফল্য আসে নি বিরাটের (Virat Kohli) ব্যাটে। শেষ দশ টেস্ট ইনিংসে মাত্র একটি অর্ধশতক রয়েছে তাঁর। তাও এসেছে ২০২২ এর গোড়ায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। শেষ দশ ইনিংস মিলিয়ে তাঁর মোট রানের সংখ্যা ২৬৫। সদ্য সমাপ্ত বাংলাদেশ সিরিজে একদিনের ক্রিকেটে শতরানের খরা কাটালেও টেস্টে বিন্দুমাত্র উন্নতি হয় নি তাঁর ফর্মের। দুই টেস্টের চার ইনিংস মিলিয়ে করেন ৪৫ রান। এর মধ্যে দুটি ইনিংসে ফিরে যান দশেরও কম রানে। পরিসংখ্যান বিচার করে বলা যায় ভারতের ব্যাটিং অর্ডারে চার নম্বর স্থানটিই এখন দলের দুর্বলতা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দেশের মাঠে বিরাটকেও (Virat Kohli) অনেকখানি উঁচুতে তুলে নিয়ে যেতে হবে নিজের ব্যাটিং’কে। না হলে চুরমার হতেই পারে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের খেলার স্বপ্ন।

Read More: IND vs AUS: বজায় রইলো কোচ দ্রাবিড়ের জেদ ! দলের প্রয়োজনেও টেস্টে ফেরানো হলো না এই অভিজ্ঞ ক্রিকেটারকে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *