TOP 3: অফ ফর্মে থেকেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট দলে রইলেন এই ৩ ক্রিকেটার ! WTC স্বপ্ন ভাঙতে পারে ভারতের !! 1

রবীন্দ্র জাদেজা-

Ravindra Jadeja | image: twitter
Ravindra Jadeja’s fitness is a big concern for the Indian team

টেস্ট ক্রিকেটে ভারতের অন্যতম ভরসার নাম রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। বিশেষত দেশের মাঠে বহু ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে জাদেজার বাঁ-হাতি স্পিন বোলিং। ৬০ টেস্টে ২৪২ উইকেট নিয়েছেন তিনি। ব্যাট হাতেও লোয়ার অর্ডারে ভারতের ত্রাতা হয়েছেন বারবার। ৮৯ ইনিংসে প্রায় ৩৭ গড়ে করেছেন ২৫২৩ রান। রয়েছে ৩ টি শতরান এবং ১৭ টি অর্ধশতকও। ফিল্ডার হিসেবেও তিনি বিশ্বের অন্যতম সেরা। ক্রিকেটদুনিয়ার অন্যতম সেরা অলরাউন্ডারের ফিটনেস এই মুহূর্তে চিন্তায় রেখেছে ভারতীয় দল্কে। গত বছর এশিয়া কাপে হংকং-এর বিরুদ্ধে ম্যাচের পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে দেখা যায় নি তাঁকে। হাঁটুর চোটে দীর্ঘদিন ক্রিকেটের বাইরে ছিলেন। খেলেন নি টি-২০ বিশ্বকাপ। বাংলাদেশের বিরুদ্ধে মাঠে ফেরার কথা থাকলেও চোট না সারায় পিছোতে হয়েছে প্রত্যাবর্তনের দিন। দেখা যায় নি শ্রীলঙ্কা সিরিজেও। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম দুই টেস্টের দলে তাঁকে রাখলেও জাদেজাকে পাওয়া বা না পাওয়া নির্ভর করছে তাঁর চোট কি অবস্থায় থাকে, তার ওপর। আনফিট বা আধাফিট জাদেজাকে (Ravindra Jadeja) দলে রেখে ভুগতে হতে পারে ভারতকে। পরবর্তে শাহবাজ আহমেদের মত ‘ফিট’ কোনো অলরাউন্ডারকে স্কোয়াডে রাখলে হয়ত সুবিধা হত ভারতের।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *