TOP 3: রোহিত শর্মার দলের প্রধান বোলার হলেও, হার্দিক পান্ডিয়ার টিমে জায়গা পেতে ব্যর্থ এই ৩ তারকা !! 1

রবি বিষ্ণই-

Ravi Bishnoi | image: Twitter
Ravi Bishnoi is struggling to find a place for himself in the Indian team under Hardik’s captaincy

ডান হাতি লেগস্পিনার রবি বিষ্ণই’কেও ছেঁটে ফেলেছেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। আবেশ খানের সাথেই কলকাতার ইডেন গার্ডেন্সে উইন্ডিজের বিপক্ষে অভিষেক হয়েছিলো বিষ্ণই-এর। স্বল্প সময়েই অধিনায়ক রোহিত শর্মার পছন্দেরও হয়ে উঠেছিলেন তিনি। তরুণ বিষ্ণই’কে (Ravi Bishnoi) এশিয়া কাপের দলে রেখেছিলেন রোহিত (Rohit Sharma)। টি-২০ বিশ্বকাপেও স্ট্যান্ডবাই হিসেবে ছিলেন তিনি। রোহিত নিয়মিত অধিনায়ক থাকাকালীন ১০টি কুড়ি-বিশের মোকাবিলায় ভারতীয় দলের প্রতিনিধিত্ব করেন তিনি। নিয়েছিলেন ১৬ উইকেট। টি-২০ বিশ্বকাপের পর রোহিত ক্রিকেটের ক্ষুদ্রতম ফর্ম্যাট থেকে বিশ্রাম নিতেই বিষ্ণই-এর জাতীয় দলে ফেরার রাস্তাও আপাতত বন্ধ রয়েছে। লেগস্পিনার জুটি হিসেবে ভারতকে আগেও সাফল্য এনে দিয়েছিলেন কুলদীপ যাদব (Kuldeep Yadav) এবং যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal)। ভারতীয় সমর্থকেরা এই জুটি’কে কুল-চা বলে ডাকেন। রহিত জমানয় দীর্ঘদিন ক্রিকেট অনুরাগীরা কুল-চা’র স্বাদ থেকে বঞ্চিত ছিলেন। নেতা হয়ে হার্দিক এই জুটিকে ফিরিয়ে এনেছেন। বিষ্ণই নয়, কুলদীপ এবং চাহাল’কে সুযোগ দিয়েছেন তিনি।

Read More: ক্যারিয়ারের শুরুতে পরম বন্ধু ছিলেন এই ৩ জোড়া ক্রিকেটার, ক্রিকেটীয় আঙিনায় এখন হয়েছেন চরম শত্রু !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *