রবি বিষ্ণই-

ডান হাতি লেগস্পিনার রবি বিষ্ণই’কেও ছেঁটে ফেলেছেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। আবেশ খানের সাথেই কলকাতার ইডেন গার্ডেন্সে উইন্ডিজের বিপক্ষে অভিষেক হয়েছিলো বিষ্ণই-এর। স্বল্প সময়েই অধিনায়ক রোহিত শর্মার পছন্দেরও হয়ে উঠেছিলেন তিনি। তরুণ বিষ্ণই’কে (Ravi Bishnoi) এশিয়া কাপের দলে রেখেছিলেন রোহিত (Rohit Sharma)। টি-২০ বিশ্বকাপেও স্ট্যান্ডবাই হিসেবে ছিলেন তিনি। রোহিত নিয়মিত অধিনায়ক থাকাকালীন ১০টি কুড়ি-বিশের মোকাবিলায় ভারতীয় দলের প্রতিনিধিত্ব করেন তিনি। নিয়েছিলেন ১৬ উইকেট। টি-২০ বিশ্বকাপের পর রোহিত ক্রিকেটের ক্ষুদ্রতম ফর্ম্যাট থেকে বিশ্রাম নিতেই বিষ্ণই-এর জাতীয় দলে ফেরার রাস্তাও আপাতত বন্ধ রয়েছে। লেগস্পিনার জুটি হিসেবে ভারতকে আগেও সাফল্য এনে দিয়েছিলেন কুলদীপ যাদব (Kuldeep Yadav) এবং যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal)। ভারতীয় সমর্থকেরা এই জুটি’কে কুল-চা বলে ডাকেন। রহিত জমানয় দীর্ঘদিন ক্রিকেট অনুরাগীরা কুল-চা’র স্বাদ থেকে বঞ্চিত ছিলেন। নেতা হয়ে হার্দিক এই জুটিকে ফিরিয়ে এনেছেন। বিষ্ণই নয়, কুলদীপ এবং চাহাল’কে সুযোগ দিয়েছেন তিনি।
Read More: ক্যারিয়ারের শুরুতে পরম বন্ধু ছিলেন এই ৩ জোড়া ক্রিকেটার, ক্রিকেটীয় আঙিনায় এখন হয়েছেন চরম শত্রু !!