ভুবনেশ্বর কুমার-

রোহিত শর্মার আমলে ভারতীয় বোলিং-এর তুরুপের তাস ছিলেন ভুবনেশ্বর কুমার (Bhuvneshwar Kumar)। পাওয়ার প্লে হোক বা শেষের ওভার, ভুবির হাতে নির্দ্বধায় বল তুলে দিতেন রোহিত। অভিজ্ঞ ভুবনেশ্বর ভারতকে অনেক সাফল্যও এনে দিয়েছেন। দীর্ঘদিন টি-২০ ফর্ম্যাটে ভারতের সফলতম উইকেটশিকারী ছিলেন তিনি। নিয়েছেন ৮৯ উইকেট। ২০২২-এ রোহিতের (Rohit Sharma) নেতৃত্বে দ্বিপাক্ষিক সিরিজ হোক, এশিয়া কাপ বা টি-২০ বিশ্বকাপ সবজায়গাতেই প্রথম একাদশে দেখা গিয়েছিলো ভুবি’কে। বছরের শুরুটা ভালোভাবে করলেও পরে ছন্দ হারিয়ে ফেলেন তিনি। এশিয়া কাপে ডেথ ওভারে বেহিসেবী বোলিং করে ভারতকে ডুবিয়েছিলেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরোয়া দ্বিপাক্ষিক সিরিজেও ভুবনেশ্বরের বলে পুরনো ধার দেখা যায় নি। এরপর বিশ্বকাপেও ওঠানামার মধ্যেই ছিলো বল হাতে তাঁর ফর্ম। টি-২০ বিশ্বকাপ শেষ হওয়ার একদম পরেই নিউজিল্যান্ডে সিরিজ খেলতে গিয়েছিলো ‘টিম ইন্ডিয়া।’ সেখানে হার্দিকের নেতৃত্বে খেলার সুযোগ পেয়েছিলেন ভুবনেশ্বর। কিন্তু বিশেষ সুবিধা করতে পারেন নি। তারুণ্য’কে প্রাধান্য দিতে চান তা বুঝিয়ে দিয়েছেন হার্দিক (Hardik Pandya)। সেই কারণেই পরবর্তী শ্রীলঙ্কা সিরিজ থেকেই ছেঁটে ফেলেন ভুবনেশ্বরকে। নিউজিল্যান্ডের বিরুদ্ধেও দলে দেখা যায় নি তাঁকে। শিভম মাভি, উমরান মালিক, অর্শদীপ সিং’দের পর্যাপ্ত সুযোগ দিলেও ভুবনেশ্বরকে (Bhuvneshwar Kumar) ফেরানোর কোনো ভাবনা দেখা যাচ্ছে না হার্দিকের তরফ থেকে।