TOP 3: রোহিত শর্মার দলের প্রধান বোলার হলেও, হার্দিক পান্ডিয়ার টিমে জায়গা পেতে ব্যর্থ এই ৩ তারকা !! 1

TOP 3: অধিনায়কত্ব নিয়ে কিছুদিন ধরেই টালমাটাল অবস্থা চলছে ভারতীয় ক্রিকেটে। ২০২২ এর গোড়ায় তিন ফর্ম্যাটের নেতৃত্ব থেকেই সরে যান বিরাট কোহলি। বদলে দায়িত্ব দেওয়া হয় রোহিত শর্মা। আইসিসি প্রতিযোগিতায় ভারতের সাম্প্রতিক খারাপ ফলাফলে বদল আসবে রোহিতের নেতৃত্বে, এমনটা আশা করা হয়েছিলো। কিন্তু সেই আশা বাস্তবে আর পূরণ হয় নি। ২০২২-এ এশিয়া কাপ, টি-২০ বিশ্বকাপের মত প্রতিযোগিতা থাকলেও শূণ্য হাতেই ফিরতে হয়েছে ভারতীয় দল’কে। বড় মঞ্চে ব্যর্থতার পর থেকেই সমালোচিত হয়েছেন অধিনায়ক রোহিত। তাঁর দল নির্বাচন, স্ট্র্যাটেজি নির্মাণ সবই এসে পড়েছে আতসকাঁচের তলায়। বিশ্বকাপের পর থেকেই রব উঠেছে নেতার দায়িত্ব থেকে ‘হিটম্যান’কে সরিয়ে দেওয়ার। যদিও এই বিষয়ে ধীরে চলো নীতি নিয়েছে ভারতীয় ক্রিকেটের নিয়ামক সংস্থা BCCI। রোহিত’কে (Rohit Sharma) কেবল টি-২০ ফর্ম্যাটে বিশ্রামে পাঠিয়ে হার্দিক পান্ডিয়াকে অধিনায়ক হিসেবে যাচাই করে দেখছে বোর্ড। নেতা হয়ে নিজের চিন্তাধারা দলের মধ্যে প্রবেশ করানোর প্রচেষ্টায় রয়েছেন পান্ডিয়া। শুভমান গিল, শিভম মাভি, রাহুল ত্রিপাঠীদের মত নতুন মুখদের দলের সাথে যুক্ত করেছেন তিনি। রোহিত জমানার বেশ কিছু মুখকে ছেঁটেও ফেলেছেন তিনি। হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) হাতে দলের ব্যাটন যাওয়ার পর ভারতীয় দল থেকে বাদ পড়েছেন ৩ জন বোলার। তাদের নামের তালিকা রইলো এই প্রতিবেদনে।

আবেশ খান-

Avesh Khan | image: twitter
Hardik Pandya is not giving chance to Avesh Khan

গতি আর বৈচিত্র্যের সহাবস্থান রয়েছে আবেশ খানের (Avesh Khan) বোলিং-এ। টি-২০ ফর্ম্যাটে পাওয়ার প্লে হোক বা ডেথ ওভার, দুই জায়গাতেই কার্য্যকরী ভূমিকা নিতে পারেন ত্তিনি। আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB), দিল্লী ক্যাপিটালস (DC), লক্ষ্ণৌ সুপারজায়ান্টস (LSG) প্রভৃতি দলের হয়ে সুনাম কুড়িয়েছেন আবেশ। ৩৮ ম্যাচে নিয়েছেন ৪৭ উইকেট। ভারতীয় দলের পেস বোলিং সমস্যার দীর্ঘমেয়াদী সমাধান বলে মনে করা হচ্ছিলো আবেশ খান’কে (Avesh Khan)। রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দলে্র হয়ে ২০২২ এর ফেব্রুয়ারীতে টি-২০ ফর্ম্যাটে অভিষেক হয় তাঁর। উইন্ডিজের দলের বিপক্ষে কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেন্সে কেরিয়ারের প্রথম আন্তর্জাতিক ম্যাচটি খেলেছিলেন তিনি। এরপর রোহিত (Rohit Sharma) অধিনায়ক থাকাকালীন আরো বেশ কিছু টি-২০ ম্যাচে দলে জায়গা পেয়েছেন আবেশ। কেরিয়ারে এখনও অব্দি মোট ১৫টি আন্তর্জাতিক টি-২০তে সুযোগ পেয়েছেন তিনি। নিয়েছেন ১৩ উইকেট। বিশ্বকাপগামী দলে অবশ্য ছিলেন না আবেশ। বিশ্বকাপের পর হার্দিকের (Hardik Pandya) অধিনায়কত্বে একের পর এক টি-২০ সিরিজ খেলছে ভারত। প্রথমে নিউজিল্যান্ড সফরে গিয়েছিলো দল। নয়া বছরে শ্রীলঙ্কা সিরিজ খেলেছে ভারত। বর্তমানে ঘরের মাঠে খেলছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে, কিন্তু কোথাওই দলে জায়গা হয় নি আবেশের।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *