২০২৬ আইপিএলের (IPL 2026) মিনি নিলামের আগে এখন দল বাছাইয়ের কাজে নেমে পড়েছেন ফ্রাঞ্চাইজিগুলির কর্মকর্তারা। গত বছর এই টুর্নামেন্টে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়ে দৃষ্টান্ত তৈরি করেছিল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। কিন্তু এই বছর তারা ধারাবাহিকভাবে হারের সম্মুখীন হয়ে প্লে অফেই জায়গা করে নিতে পারেনি। ফলে দলের কর্মকর্তারা এবার একাধিক পরিবর্তনের মধ্যে দিয়ে নতুন করে কৌশল তৈরি করছেন। গতকাল সহকারী কোচ হিসেবে বিশ্বকাপ জয়ী তারকা শেন ওয়াটসনের (Shane Watson) নাম প্রকাশ করে নাইট রাইডার্স। এবার বিদেশি তারকা বোলারকে কোচিং সদস্য হিসেবে এনে দিল আরও এক চমক।
Read More: IPL 2026: বাদ রোহিত-হার্দিক-বুমরাহ, ২০২৬ IPL’এর জন্য রিটেন লিস্ট প্রকাশ করল মুম্বাই ইন্ডিয়ান্স !!
বোলিং কোচের নাম প্রকাশ্যে-

কলকাতা নাইট রাইডার্স (KKR) তাদের কোচিং বিভাগকে শক্তিশালী করে ২০২৬ আইপিএলে মাঠে নামতে চলেছে। প্রধান কোচ হিসেবে বেছে নিয়েছে অভিষেক নায়ারকে (Abhishek Nayar)। এরপর সহকারী কোচ হিসেবে শেন ওয়াটসনকে নিয়ে এসে রীতিমতো চমক দিয়েছে তারা। এরপরই কলকাতার বোলিং কোচ হিসাবে কে দায়িত্ব পাবেন তা নিয়ে জল্পনা তৈরি হয়। আজ এই গুরুত্বপূর্ণ পদের জন্য টিম সাউদির (Tim Southee) নাম অফিশিয়ালি প্রকাশ করা হয়েছে। নিউজিল্যান্ডের এই প্রাক্তন তারকা এখনও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন।
প্রসঙ্গত শেষ মরসুম পর্যন্ত নাইটদের বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন ভরত অরুণ (Bharat Arun)। তিনি বর্তমানে এই দল ছেড়ে লখনউ সুপার জায়ান্টসে (Lucknow Super Giants) যোগ দিয়েছেন। এবার সেই খালি জায়গায় সাউদি দায়িত্ব নিলেন। এর আগে এই কিউই তারকার ইংল্যান্ড দলের বোলিং পরামর্শদাতা হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। জাতীয় দলের হয়ে তারকা পেসার হিসেবে অসংখ্য ম্যাচে নিজের উজ্জ্বল উপস্থিতি তৈরি করেছিলেন তিনি। ফলে তার অভিজ্ঞতা নাইট রাইডার্সকে সমৃদ্ধ করবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।
স্বাগত জানালেন সিইও ভেঙ্কি মাইসোর-

কলকাতা নাইট রাইডার্সের (KKR) নতুন বোলিং কোচকে আজ বিশেষ বার্তা দিয়ে স্বাগত জানান দলের সিইও ভেঙ্কি মাইসোর। তিনি বলেন, “কেকেআর পরিবারে আরও একবার টিম সাউদিকে (Tim Southee) স্বাগত জানাচ্ছি। তার দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং আন্তর্জাতিক মানের দক্ষতা আমাদের বোলিং বিভাগকে আরও শক্তিশালী করবে। দলের তরুণ বোলাররা তার কাছে অনেক কিছু শেখার জন্য অপেক্ষা করছে। ওদের কাছে সাউদি একজন আদর্শ কোচ হিসেবে ধরা দেবেন বলেই আশা করি।”
উল্লেখ্য আইপিএলে ২০২১,২০২২,২০২৩ সালে নাইট শিবিরের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন টিম সাউদি। তিনি আইপিএলে চেন্নাই সুপার কিংস (CSK), রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) মতো দলের হয়েও খেলেছেন। উল্লেখ্য এই কিউই তারকা নিজের দীর্ঘ ক্রিকেট জীবনে ৫৪ টি আইপিএল ম্যাচে মোট ৪৭ টি উইকেট সংগ্রহ করেছেন। এছাড়াও তার দেশের হয়ে ১২৬ টি টি-টোয়েন্টি ম্যাচে রয়েছে মোট ১৬৪ টি টি উইকেট।