KKR'এর বোলিং কোচ হচ্ছেন টিম সাউদি, আরও এক বড়ো চমক নাইটদের !! 1

প্রতি বছর আইপিএলে (IPL) কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে মাঠে নামে। গত বছর তারা শ্রেয়স চাইয়ারে (Shreyas Iyer) নেতৃত্বে তৃতীয়বারের মতো এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিল। কিন্তু এই বছর মেগা নিলামের ফলে দলে একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটে। নতুন অধিনায়ক হিসেবে আজিঙ্কা রাহানে (Ajinka Rahane) নাইট বাহিনীকে শেষ চারে পৌঁছে দিতে ব্যর্থ হন। ফলে ২০২৬ আইপিএলের (IPL 2026) আগে কর্মকর্তারা সবদিক থেকে দলকে প্রস্তুত করছেন। ইতিমধ্যেই দলে নতুন প্রধান কোচ হিসাবে দায়িত্ব পেয়েছেন অভিষেক নায়ার (Abhishek Nayar)। আজ সহকারী কোচ হিসাবে শেন ওয়াটসনের (Shane Watson) নাম প্রকাশ করা হয়েছে। এর মধ্যেই এবার নতুন বোলিং কোচের নাম সামনে এল।

Read More: আর নয় জামাই আদর, দলে টিকতে ঘরোয়া ক্রিকেট খেলতেই হবে—রোহিত-বিরাটদের স্পষ্ট বার্তা BCCI’র !!

সহকারী কোচ হলেন ওয়াটসন-

KKR'এর বোলিং কোচ হচ্ছেন টিম সাউদি, আরও এক বড়ো চমক নাইটদের !! 2
Shane Watson | Image: Twitter

২০২৫ আইপিএলের মেগা নিলামের মধ্যে দিয়ে ফ্রাঞ্চাইজিগুলিতে একাধিক পরিবর্তন ঘটেছিল। আগামী মাসে পরবর্তী মরসুমের জন্য মিনি নিলাম অনুষ্ঠিত হবে। তার আগেই এবার কলকাতা নাইট রাইডার্স (KKR) সহকারী কোচ হিসাবে প্রাক্তন অস্ট্রেলিয়ান তারকা শেন ওয়াটসনকে বেছে নিয়ে বড় চমক দিয়েছে। আজ এই খবরটি অফিসিয়ালি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়। ওয়াটন দীর্ঘদিন ভারতের সবচেয়ে জনপ্রিয় ফ্রাঞ্চাইজি লিগে রাজস্থান রয়্যালস (Rajasthan Royals), চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) মতো দলের হয়ে অংশগ্রহণ করেছেন।

ফলে তার অভিজ্ঞতা নাইট রাইডার্সকে সফলতা এনে‌ দেওয়ার বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। সহকারী কোচ হিসেবে দায়িত্ব পাওয়ার পর শেন ওয়াটসন সংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “এইরকম ফ্র্যাঞ্চাইজি দলের সদস্য হতে পারা সত্যিই অনেক বড়ো বিষয়। আমি সবসময় কেকেআর’এর ভক্তদের ও দলের মধ্যে যে দক্ষতা রয়েছে তার প্রসংশা করি। আমি কোচিং গ্ৰুপ ও ক্রিকেটারদের সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে আছি।”

বোলিং কোচ হচ্ছেন টিম সাউদি-

KKR'এর বোলিং কোচ হচ্ছেন টিম সাউদি, আরও এক বড়ো চমক নাইটদের !! 3
Tim Southee | Image: Twitter

২০২২ সাল থেকে কলকাতা নাইট রাইডার্সের বোলিং কোচ হিসেবে দায়িত্ব সামলেছিলেন ভরত অরুণ (Bharat Arun)। এবার সূত্র অনুযায়ী নতুন বোলিং কোচ হিসেবে টিম সাউদিকে (Team Southee) এনে বড়ো পরিবর্তন ঘটাতে চাইছে শাহরুখ খানের (Sharukh Khan) দল। গত বছর‌ই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন এই নিউজিল্যান্ড তারকা। তিনি আইপিএলে চেন্নাই সুপার কিংস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) মতো দলের সঙ্গে সঙ্গে কলকাতার‌ হয়েও অংশগ্রহণ করেছেন।

তবে ২০২৫ আইপিএলের মেগা নিলামে অবিক্রিত থেকে গিয়েছিলেন। এবার এই কেউই পেসারকে নতুন রূপে দেখতে পাওয়া যাবে না বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য টিম সাউদি তার ক্রিকেট জীবনে ৫৪ টি আইপিএল ম্যাচে মোট ৪৭ টি উইকেট সংগ্রহ করেছেন। এছাড়াও তার দেশের হয়ে ১২৬ টি টি-টোয়েন্টিতে আছে মোট ১৬৪ টি উইকেট।

Read Also: আইপিএলের আগে বড় ধাক্কা RCB’য়ে, চোটে ছিটকে গেলেন অধিনায়ক পাতিদার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *