শনির খাঁড়া শ্রেয়সের কপালে, বিশ্বকাপের আগে দলে ফিরছেন তিলক বর্মা !! 1

ভারতীয় টি-টোয়েন্টি (India vs New Zealand T20 Series) দল নিউজিল্যান্ডের বিপক্ষে চলতি সিরিজে দুরন্ত ফর্মে রয়েছে। আসন্ন বিশ্বকাপের (T20 WC 2026) আগে ব্লু ব্রিগেডদের পারফর্মেন্সে খুশি সমর্থকরা। প্রতিটি ম্যাচেই একাদশে পরিবর্তন ঘটিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। তিনি সবরকম পরিস্থিতির জন্য একাদশে ভারসাম্য বজায় রাখতে চাইছেন। তবে দলে চোট সমস্যা চিন্তা বাড়িয়েছে। নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে চোট পেয়ে ছিটকে যান তিলক বর্মা (Tilak Varma)। তার বদলে শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) দলে সুযোগ পেয়েছিলেন। কিন্তু তার জন্য এবার খারাপ খবর সামনে এল।

Read More: “নিয়ম সবার জন্য সমান হওয়া…” বাংলাদেশ বিতর্কে ICC’এর উপর ক্ষুব্ধ আফ্রিদি, করলেন এই মন্তব্য !!

দলে ফিরছেন তিলক-

বিশ্বকাপ team india
Tilak Verma | Image: Getty Images

নিউজিল্যান্ডের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের আগে তলপেটে অসহ্য যন্ত্রণা অনুভব করেন তিলক বর্মা।চিকিৎসকরা অস্ত্রোপচারের পরামর্শ দেন। এই অস্ত্রোপচারের জন্য নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম তিনটি টি-টোয়েন্টি ম্যাচে দলের বাইরে ছিলেন এই তারকা। সূত্র অনুযায়ী বর্তমানে তিলক ধীরে-ধীরে অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন। মাঠে নামার জন্য সেন্টার অফ এক্সেলেন্সের ছাড়পত্রের জন্য তিনি অপেক্ষা করছেন।

অস্ত্রোপচারের জায়গায় আর ব্যথা অনুভব করছেন না। তবে এখন‌ই এই তারকাকে নিয়ে তাড়াহুড়ো করতে চাইছেন না কর্মকর্তারা। ফলে নিউজিল্যান্ডের বিপক্ষে বাকি দুই ম্যাচেও এই ব্যাটসম্যানকে দলের সঙ্গে দেখতে পাওয়া যাবে না। সূত্র অনুযায়ী ৩ ফেব্রুয়ারি টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দলের সঙ্গে যোগ দেবেন তিলক। উল্লেখ্য এখনও পর্যন্ত এই তারকা ব্যাটসম্যান দেশের হয়ে ৪০ টি ম্যাচে ১১৮৩ রান সংগ্রহ করেছেন।

খারাপ খবর শ্রেয়সের জন্য-

Team india, শ্রেয়াস আইয়ার, এশিয়া কাপ
Shreyas Iyer | Image: Getty Images

শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) গত কয়েক বছর আইপিএলে (IPL 2026) নিজের আলাদা পরিচয় তৈরি করেছেন। ২০২৪ আইপিএলে তার নেতৃত্বে কলকাতা নাইট রাইডার্স (KKR) চ্যাম্পিয়ন হয়। গত বছর এই তারকা অধিনায়ক হিসেবে পাঞ্জাব কিংসের (PBKS) হয়ে নতুন ইতিহাস তৈরি করেন। ফাইনালে নিয়ে গিয়েছিলেন প্রীতি জিন্টার দলকে। এর সঙ্গেই মরসুমে ব্যাট হাতে ১৭ ম্যাচে ৬০৪ রান সংগ্রহ করেছিলেন। কিন্তু জাতীয় টি-টোয়েন্টি দলে তিনি জায়গা করে নিতে পারছিলেন না।

তিলক বর্মা চোট পেয়ে ছিটকে যাওয়ায় চলতি টি-টোয়েন্টি সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ৩ ম্যাচে দলে জায়গা পেয়েছেন শ্রেয়স। বাকি দুই ম্যাচেও তিনি দলের সঙ্গেই থাকবেন। কিন্তু এখনও একাদশে সুযোগ পাননি। তিলক বর্মা ফিরে এলে দল থেকেও বাদ পড়বেন। উল্লেখ্য শ্রেয়স শেষবার ২০২৩ সালে জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিলেন। এই ফরম্যাটে তার দেশের হয়ে ৫১ ম্যাচে মোট ১১০৪ রান রয়েছে।

Read Also: “বিশ্বকাপ জয় সময়ের অপেক্ষা..”, নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের দুরন্ত জয়ে উচ্ছ্বসিত ভক্তরা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *