'বিশেষ কোটায়' গিলের এন্ট্রি, এশিয়া কাপে বাতিলের তালিকায় তারকা ব্যাটসম্যান !! 1

আজ‌ই এশিয়া কাপের (Asia Cup 2025) জন্য ভারতীয় দলের ছবিটা স্পষ্ট হয়ে যেতে চলেছে। মঙ্গলবার বিসিসিআই (BCCI) এই গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের জন্য শক্তিশালী দল প্রকাশ করবে। দলে তরুণ ক্রিকেটারদের সঙ্গে সঙ্গে একাধিক অভিজ্ঞ তারকাদের রাখতে চলেছেন নির্বাচকরা। টেস্ট দলের মতো একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন‌ও দেখা যাবে এই টি-টোয়েন্টি দলে। তবে শুভমান গিলকে (Shubman Gill) নিয়ে সাম্প্রতিক সময় সবচেয়ে বেশি চর্চা হয়েছে। ভারতীয় টেস্ট দলের অধিনায়ককে নিয়ে নির্বাচকরা দীর্ঘ সময় আলোচনা করেছেন। এবার এই বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য সামনে এলো।

Read More: সঞ্জু স্যামসন’কে পেতে মরিয়া নাইট রাইডার্স, রাজস্থান’কে বিপুল অর্থের প্রস্তাব শাহরুখদের !!

গিলের জন্য বাদ এই তারকা-

Hardik pandya, team india
Tilak Varma | Image: Twitter

শুভমান গিল (Shubman Gill) ভারতীয় ওডিআই এবং টেস্ট দলের নিয়মিত সদস্য। তিনি জাতীয় দলে ধারাবাহিকভাবে ব্যাট হাতে রান করে পাকাপাকিভাবে জায়গা করে নিয়েছেন। কিন্তু দীর্ঘদিন টি-টোয়েন্টি দলের বাইরে রয়েছেন এই তারকা। তবে এই বছর আইপিএলে (IPL 2025) এবং ইংল্যান্ডের (IND vs ENG) বিপক্ষে ৫ ম্যাচের টেস্ট সিরিজে বিধ্বংসী ফর্মে থাকার পর আবারও এশিয়া কাপে (Asia Cup 2025) ২০ ওভারের ফরম্যাটে তার ফিরে আসার সম্ভাবনা তৈরি হয়েছিল। কিন্তু ব্যাটিং অর্ডারে কোথায় গিল‌কে জায়গা দেওয়া হবে তা নিয়ে নির্বাচকরা সমস্যার মধ্যে ছিলেন।

সূত্র অনুযায়ী এশিয়া কাপে টেস্ট অধিনায়কের জন্য ‘স্পেশাল কোটা’ রাখার বিষয়ে আলোচনা করা হয়েছিল। তিলক বর্মার (Tilak Varma) বদলে এই তারকা ব্যাটসম্যানকে টি-টোয়েন্টি দলে আনার জন্য প্রস্তাব দেওয়া হয়। যা নিয়ে নির্বাচকরা আলোচনা করলেও শেষ পর্যন্ত বাতিল করে দেন। উল্লেখ্য তিলক বর্মা বর্তমানে টি-টোয়েন্টি আইসিসির (ICC) ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন। দুরন্ত ফর্মে থাকা এইরকম ব্যাটম্যানকে বাদ দিলে অন্যায় হবে বলে কর্মকর্তারা মনে করছেন। অন্যদিকে গিলকে যদি নেওয়া হয় তাহলে তাকে টপ অর্ডারে ব্যাটিং করতে দিতে হবে। তা না হলে এই তারকা ব্যাটসম্যানকে দলে নেওয়ার কোনো মানে হয় না।

সঞ্জু স্যামসনের অবস্থান-

Sanju Samson, ind vs ban, gambhir,champions trophy 2025
Sanju Samson | Image: Getty Images

অন্যদিকে ভারতীয় টেস্ট অধিনায়ককে দিয়ে যদি ওপেনিং করানো হয় তখন সঞ্জু স্যামসন (Sanju Samson) একাদশের বাইরে চলে যাবেন। সঞ্জু ইংল্যান্ডের (IND vs ENG) বিপক্ষে শেষ টি-টোয়েন্টি সিরিজে ভালো পারফর্ম্যান্স করতে না পারলেও আন্তর্জাতিক ২০ ওভারের ক্রিকেটে তার পরিসংখ্যান যথেষ্ট ভালো। এখনও পর্যন্ত এই তারকা ব্যাটসম্যান ভারতের হয়ে ৪২ ম্যাচে ৮৬১ রান সংগ্রহ করেছেন। এর ফলে গিলকে (Shubman Gill) আসন্ন এশিয়া কাপের (Asia Cup 2025) দলের বাইরে রাখা হচ্ছে। অন্যদিকে সূত্র অনুযায়ী এই দলে বিকল্প উইকেটকিপার ব্যাটসম্যান হিসেবে জায়গা পাবেন জিতেশ শর্মা (Jitesh Sharma)।

তবে সঞ্জু স্যামসনের জন্য জিতেশের একাদশে সুযোগ পাওয়ার সম্ভাবনা খুবই কম। অন্যদিকে জসপ্রীত বুমরাহ‌‌‌ (Jasprit Bumrah) আসন্ন এশিয়া কাপে সমস্ত ম্যাচ খেলার জন্য ইচ্ছা প্রকাশ করেছেন। তিনি ইতিমধ্যেই বিসিসিআইকে (BCCI l) বিষয়টি জানিয়েছেন। এছাড়াও বিকল্প পেসার হিসেবে আর্শদীপ সিং (Arshdeep Singh), প্রসিদ্ধ কৃষ্ণার (Prasidh Krishna) এবং হর্ষিত রানার (Harshit Rana) মতো তারকাকে বেছে নেওয়া হতে পারে। স্পিনার হিসাবে অক্ষর প্যাটেল (Axar Patel), কুলদীপ যাদব (Kuldeep Yadav) এবং বরুণ চক্রবর্তীর (Varun Chakaravarthy) দলে জায়গা পাওয়া প্রায় নিশ্চিত বলাই যায়।

Read Also: এশিয়া কাপ দলে এন্ট্রি নিচ্ছেন গিল, জায়গা হারলেন দুই গুরুত্বপূর্ণ তারকা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *