WC 2023: হেড কোচ করলেন কনফার্ম, বিশ্বকাপে ৪ নম্বরে খেলবেন তিলক ভার্মা !! 1

২০২৩ সাল মানেই ক্রিকেটের মরশুম। যদিও টিম ইন্ডিয়ার পারফরমেন্সে মাথায় হাত ভারতীয় ক্রিকেট ভক্তদের। উইন্ডিজদের মতন দুর্বল দলের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার পারফরম্যান্স ভাবাচ্ছে ভক্তদের। অন্যদিকে, এ বছরেই অনুষ্ঠিত হতে চলেছে বিশ্ব ক্রিকেটের সব থেকে বড় টুর্নামেন্ট, ক্রিকেট বিশ্বকাপ (WC 2023) এবং ভারতের মাটিতে অনুষ্ঠিত হতে চলেছে এই টুর্নামেন্ট আর এই বিশ্বকাপে টিম ইন্ডিয়ার মিডিল অর্ডার নিয়ে শুরু হয়েছে সমস্যা। তবে, এবার এই সমস্যা দূর করলেন ভারতীয় দলের প্রাক্তন হেড কোচ রবি শাস্ত্রী (Ravi Shastri)। তিনি ভারতীয় দলের তরুণ ব্যাটসম্যান তিলক ভার্মাকে (Tilak Varma) বেছে নিয়েছেন ভারতীয় দলের হয়ে ৪ নম্বরে ব্যাটিং করার জন্য।

Read More: WC 2023: “ওর কোনো যোগ্যতা নেই…” বিশ্বকাপের দলে সঞ্জু স্যামসন নয় এই প্লেয়ারকে বেছে নিলেন আকাশ চোপড়া !!

চার নম্বর পজিশন নিয়ে রয়েছে জিজ্ঞাসা

Shreyas Iyer and Kl rahul, wc 2023
Shreyas Iyer and KL Rahul | Image: Getty Images

বিগত ৮ বছর ধরে ভারতীয় দলের মিডিল অর্ডার বিশেষ করে ৪ নম্বর ব্যাটসম্যানের জন্য সমস্যার মুখোমুখি হতে হয়েছে টিম ইন্ডিয়াকে। বিগত কয়েক মাস ধরেই ভারতীয় দলের মিডিল অর্ডার ব্যাটসম্যান শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) ও কেএল রাহুল (KL Rahul) অনির্দিষ্ট কালের জন্য দলের বাইরে চলে গিয়েছেন। যদিও বর্তমানে দুই তারকা সুস্থ হতে শুরু করে দিয়েছেন। এমনকি ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে তারা ব্যাটিং প্রশিক্ষণ নিতে শুরু করে দিয়েছেন। খুব শীঘ্রই দলে ফিরতে পারেন তারা। যদিও অন্যদিকে বিশ্বকাপে (WC 2023) ভারতীয় দলের প্রাক্তন হেড কোচ রবি শাস্ত্রী মনে করেন টিম ইন্ডিয়ার হয়ে মিডিল অর্ডার সামলানোর অন্যতম দাবিদার হলেন তিলক ভার্মা।

তিলক ভার্মাকে দলে দেখতে চান শাস্ত্রী

Tilak varma, wc 2023
Tilak Varma | Image: Getty Images

ভারতের প্রাক্তন প্রধান কোচ রবি শাস্ত্রী মনে করেন যে ভারতকে তাদের শীর্ষ সাত জনের মধ্যে তিনজন বাঁহাতিকে বেছে নেওয়া উচিত। স্টার স্পোর্টসে কথা বলতে গিয়ে, শাস্ত্রী মতামত দিয়ে জানিয়েছেন যে ২০২৩ সালের ওডিআই বিশ্বকাপের সময় ভারতীয়দের বাম-হাতি ব্যাটার প্রয়োজন এবং এটি তাদের লাইন আপে অনেক বৈচিত্র্য আনবে। সবসময় দলের একজন বামহাতি X-ফ্যাক্টর। শাস্ত্রীর মতে, রোহিত শর্মা (Rohit Sharma), বিরাট কোহলি (Virat Kohli), হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) ব্যাটিং লাইন আপে নিশ্চিত এবং তিনি এই ব্যাটারগুলি ছাড়াও ৩ বাঁহাতি দরকার। স্টার স্পোর্টসে ২০২৩ সালের ওডিআই বিশ্বকাপের জন্য ভারতের সম্ভাব্য একাদশ নিয়ে আলোচনা করার সময় শাস্ত্রী মন্তব্য করে বললেন, “তিনটি জায়গা আছে যেখানে আমি ২ জন বাঁহাতিকে খেলাতে চাই, এবার নির্বাচকদের দেখতে হবে বিষয়টি। যে ফর্মে থাকবে তাকে সুযোগ দাও। যদি তিলক ভার্মা এই পজিশনে ফিট হয় তাহলে তাকে নিয়ে নিন। আপনি যদি মনে করেন যশস্বী জয়সওয়াল ফর্মে আছেন তাহলে, তাকে নিয়ে আসুন।” পাশাপাশি এটাও বলেন যে তিলককে চার নম্বরে খেলালে বিশ্বকাপের ফলাফল বদলও যেতে পারে।

Read More: WC 2023: ইডেনে দেখতে চান বিশ্বকাপের ম্যাচ, এক ক্লিকেই জেনে নিন কিভাবে ও কবে কাটতে পারবেন টিকিট !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *