IPL 2025: আইপিএল এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে একাধিক ঘটনা বর্তমানে ক্রিকেট মহলে আলোচনা উঠে আসছে। মুম্বাই ইন্ডিয়ান্স (Mumbai Indians) এই বছর টুর্নামেন্টে একের পর এক হারের সম্মুখীন হয়ে আবারও সমালোচনার মুখে পড়েছে। লখনউ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) বিপক্ষে শেষ ম্যাচে টানটান উত্তেজনাপূর্ণ লড়াইয়ে শেষ পর্যন্ত ১২ রানে পরাজিত হয় হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) দল। এই ম্যাচে অপ্রত্যাশিতভাবে ‘রিটায়ার্ড আউট’এর মাধ্যমে তিলক বর্মাকে (Tilak Varma) মাঠের বাইরে পাঠিয়ে দেওয়া অনেকেই মেনে নিতে পারছেন না। এর মধ্যেই মুম্বাই ইন্ডিয়ান্সের (MI) সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ইঙ্গিত দিলেন এই তারকা ব্যাটসম্যান।
Read More: “অবদান রাখতে পেরে…” পাঞ্জাবের বিরুদ্ধে ৩ উইকেট তুলে নিয়ে ম্যাচ সেরা হলেন জোফরা আর্চার, করলেন এই মন্তব্য !!
কী ঘটেছিল LSG vs MI ম্যাচে?

চলতি আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে লখনউ সুপার জায়ান্টস (LSG) প্রথম ইনিংসে ব্যাট করে ১০৪ রানের লক্ষ্যমাত্রা দেয়। এই রান তাড়া করতে নেমে মুম্বাই ইন্ডিয়ান্স শেষ ওভার পর্যন্ত লড়াই করে। তিলক বর্মা (Tilak Varma) এবং হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) মরিয়া লড়াই চালান। কিন্তু ১৯ তম ওভারে বল হাতে মাত্র ৭ রান দিয়ে শার্দুল ঠাকুর (Shardul Thakur) মুম্বাইকে চাপের মুখে ফেলে দেয়। এই ওভারের পর ‘রিটায়ার্ড আউট’ হয়ে তিলক বর্মাকে (Tilak Varma) মাঠের বাইরে চলে যেতে দেখা যায়। তিনি তখন ২৩ বলে ২৫ রানে ব্যাট করছিলেন। এই তারকা ব্যাটসম্যানের বদলে মিচেল স্ট্যাটনার (Mitchell Santner) মাঠে আসেন। কিন্তু শেষ পর্যন্ত হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) শেষ ওভারে ব্যাট হাতে দলকে জয় এনে দিতে পারেননি। ফলে তিলক বর্মাকে তুলে নেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে অনেক ক্রিকেট বিশেষজ্ঞই তীব্র সমালোচনা করেছেন।
দলের সঙ্গে দুরত্ব তৈরি করছেন তিলক-

এই ঘটনার পরেই একটি চাঞ্চল্যকর বিষয় সামনে আসে। দেখা যায় তিলক বর্মা (Tilak Varma) তার অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের বায়ো থেকে মুম্বাই ইন্ডিয়ান্সের নাম সরিয়ে দিয়েছেন। ফলে দলের সঙ্গে দূরত্ব তৈরি করছেন এই ক্রিকেটার বলে মনে করা হচ্ছে। সূত্র অনুযায়ী প্রয়োজনে চলতি আইপিএলে( IPL 2025) মুম্বাই দল (MI) থেকে বেরিয়ে যেতে পারেন তিলক (Tilak Varma)। উল্লেখ্য এই তারকা ব্যাটসম্যানকে মেগা নিলামের আগে দলে ধরে রেখেছিল ৫ বারের চ্যাম্পিয়নরা। এখনও পর্যন্ত তিলক বর্মা আইপিএলে ৪২ ম্যাচে ১২৫১ রান করেছেন।