“শুরু হলো সবে, এখনও অনেক…” দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চতুর্থ ম্যাচ ও সিরিজের সেরা হয়ে বড় বয়ান দিলেন তিলক ভার্মা !! 1

দক্ষিণ আফ্রিকাকে পরাস্ত করে একটি সকল বছরের পরিসমাপ্তি করল টিম ইন্ডিয়া। এ বছর দক্ষিণ আফ্রিকার হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেতাব জয়লাভ করেছিল ভারতীয় দল। এবার দক্ষিণ আফ্রিকার মাটিতেই চার ম্যাচে সিরিজে ৩-১ ব্যাবধানে সিরিজ জয়লাভ করেছে ভারতীয় দল। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের শেষ ম্যাচে  অবশেষে ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার যাদব টস জেতেন এবং ব্যাটিং করার সিদ্ধান্ত নেন। দলের হয়ে ১৮ বলে ৩৬ রানের একটি দুর্দান্ত সূচনা দিয়ে উইকেট হারান অভিষেক শর্মা। তবে বাঁকি দুই ব্যাটসম্যান শেষ পর্যন্ত ব্যাটিং করে ভারতকে ২৮৩ রানে পৌঁছে দিয়েছেন। দলের হয়ে আজকের ম্যাচে ১২০ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন তিলক ভার্মা এবং ১০৯ রান বানান সঞ্জু স্যামসন।

১৪৮ রানে শেষ হলো দক্ষিণ আফ্রিকার ইনিংস

Ind vs sa
IND vs SA | Image: Getty Images

ভারতের বানানো পাহাড় সমান রান তাড়া করতে এসে রিতিমতন সমস্যার সম্মুখীন হতে হয়েছে। ভারতীয় দল আজকের ম্যাচে এক অসাধারণ প্রদর্শন দেখিয়েছেন। প্রথমে ব্যাটিং করতে এসে ভারতীয় দল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২৮৪ রানের পাহাড় সমান রান খাঁড়াই করেছিল। সেই রান তাড়া করতে নেমে প্রথম ওভারেই রেজা হেন্ড্রিক্স খাতা না খুলেই প্যাভিলিয়নে ফেরেন। পাওয়ার প্লের ভিতরেই চার উইকেট হারিয়ে ফেলে দক্ষিণ আফ্রিকা। বড় রান দেখে প্রথম বল থেকেই ব্যাট ঘোরাতে শুরু করে দক্ষিণ আফ্রিকার প্লেয়াররা। দ্বিতীয় ওভারে হার্দিকের বলে কট বিহাইন্ড আউট হন রিকেলটন। ১ রান বানিয়ে তিনি প্যাভিলিয়নে ফেরেন।

Read More: IND vs SA 4th T20i: জো’বার্গের বাইশ গজে বাজিমাত ভারতের, সূর্যকুমারদের হাতের মুঠোয় টি-২০ সিরিজ !!

দক্ষিণ আফ্রিকার ক্যাপ্টেন এইডেন মার্করাম তার খারাপ ফর্মের ধারা অব্যহত রেখেছেন। ক্যাপ্টেন মার্করাম ৮ রান বানিয়ে অর্ষদীপের বলে প্যাভিলিয়নে ফেরেন। পরের বলেই গোল্ডেন ডাক হয়ে প্যাভিলিয়নে ফেরেন হেনরিখ ক্লাসেন। চলতি সিরিজে ক্লাসেন তার ব্যাটের জাদু দেখাতে ব্যার্থ হয়েছেন। মাত্র ১০ রানে চার উইকেট হারানোর পর ৫৪ বলে ৮৬ রানের একটি পার্টনারশিপ গড়ে ওঠে ট্রিস্টান স্টাবস ও ডেভিড মিলারের মধ্যে। প্রোটিয়া দলের হয়ে সর্বাধিক ২৯ বলে ৪৩ রানের ইনিংস খেলেন ট্রিস্টান স্টাবস। তার ইনিংসে ছিল ৩টি চার ও ২টি ছক্কা। পাশাপশি ২৭ বলে ২টি চার ও ৩টি ছক্কায় ৩৬ রান বানান ডেভিড মিলার। দেশের দিকে মার্কো জেনসেন ১২ বলে ২৯ রান বানিয়ে নট আউট থাকেন। ভারতীয় দলের বোলিং লাইন আপের সামনে ১৪৮ রানে শেষ হয় দক্ষিণ আফ্রিকার ব্যাটিং, ১৩৫ রানে জয় ছিনিয়ে নেয় ভারত। ভারতীয় দলের হয়ে ৩ উইকেট নিয়েছেন অর্ষদীপ সিং, ২ টি করে উইকেট নিয়েছেন বরুণ চক্রবর্তী ও অক্ষর প্যাটেল। তাছাড়া ১ টি করে উইকেট নিয়েছেন হার্দিক পান্ডিয়া, রমনদীপ সিং ও রবি বিষ্ণু।

শতরান হাঁকিয়ে ম্যাচের সেরা হলেন তিলক ভার্মা

Tilak Varma
Tilak Varma | Image: Getty Images

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আজকের ম্যাচে ১২০ রান বানানোর জন্য সেরা হিসাবে গন্য করা হয়েছে তিলক ভার্মাকে। মন্তব্য করে তিনি বলেছেন, “আমি একটা মজার কথা বলতে চাই, গত বছর যখন আমি এখানে খেলেছিলাম তখন আমি প্রথম বলেই আউট হয়েছিলাম। এই ইনিংসটি দল ও সিরিজের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। আমি এমন প্রদর্শন বজায় রাখতে চাই, শেষ খেলায় আমি যা করেছি তা আমার সাধারণ জিনিস গুলি অনুস্মরণ করেছি, আমি নিজেকে শান্ত রেখেছিলাম। আমি এখন কি অনুভব করছি তা ভাষায় প্রকাশ করতে পারবো না। আমি কখনও কল্পনাও করিনি যে দক্ষিণ আফ্রিকায় চ্যালেঞ্জিং কন্ডিশনে দুটি শতরান করবো। এর জন্য আমাদের অধিনায়ক সূর্যকে অবশ্যই ধন্যবাদ জানাতে হবে। আমি গত ম্যাচেও  বলেছিলাম, শেষ কয়েকটি ম্যাচে আমি চোটের মুখোমুখি হয়ে পড়েছিলাম, আমি ঈশ্বর এবং আমার প্রক্রিয়ায় বিশ্বাস করি, তাই আমি ঈশ্বরের জন্য সেভাবে উদযাপন (শতরান) করেছি।

Read Also: Tilak Varma: “বলে বোঝাতে পারব না…” শতরান হাঁকিয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেরা হলেন তিলক ভার্মা, ম্যাচ শেষে দিলেন বড় বয়ান !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *