ভারত ও দক্ষিণ মধ্যে (IND vs SA) টেস্ট সিরিজটি আগামী ১৪ই নভেম্বর থেকে শুরু হতে চলেছে। একদিকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা তো অন্যদিকে ঘরের মাঠে দাপট দেখানো টিম ইন্ডিয়ার মধ্যে শুরু হতে চলেছে বহুপ্রতাশীত এই সিরিজ। দুই দলের মধ্যে দুটি টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে। দুই টেস্টের প্রথম ম্যাচটি কলকাতার ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত হতে চলেছে। রুদ্ধশ্বাস এই লড়াইয়ে টিম ইন্ডিয়া চাইবে জয় ছিনিয়ে নিতে। অন্যদিকে, সবসময়ই ইডেনে ভক্তদের ভিড় থাকে দলকে সমর্থন করার জন্য। ঠিক তেমনই এবারেও ইডেনে দেখা যাবে যথেষ্ট ভিড়। বেঙ্গল ক্রিকেট এসোসিয়েশনের প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি (Sourav Ganguly) জানিয়ে দিয়েছেন ইডেন টেস্টের টিকিট ইতিমধ্যে সোল্ড আউট হয়ে গিয়েছে।
ছয় বছর পরে ইডেনে অনুষ্ঠিত হচ্ছে টেস্ট ম্যাচ

ভারতের মাটিতে খেলা, তাও আবার ইডেনে – ভক্তদের ভিড় তো উপচে পরবেই। দীর্ঘ ৬ বছর বাদে ইডেনে অনুষ্ঠিত হচ্ছে টেস্ট ক্রিকেট। শেষবার ভারত ও বাংলাদেশের বিরুদ্ধে পিঙ্ক বল টেস্ট অনুষ্ঠিত হয়েছিল এই ভ্যানুতে। প্রধান কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir) ও ক্যাপ্টেন শুভমান গিলের (Shubman Gill) কাছে এই টেস্ট সিরিজটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। বিশেষ করে গম্ভীরের কোচিংয়ে টেস্ট ক্রিকেটে ভারতীয় দল সেভাবে দাপট দেখাতে ব্যার্থ হয়েছে। ২০২৪ সালে ঘরের মাঠেই কিউইদের কাছে হোয়াইটওয়াশ হতে হয়েছে ভারতকে। ভারতের এই ব্যার্থতার পর থেকেই টেস্ট ক্রিকেটে ভারতের ভবিষ্যৎ নিয়ে বেশ প্রশ্ন উঠেছে। সোমবার সৌরভ জানালেন ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ইডেনে টসের জন্য বিশেষ কয়েন বানানো হয়েছে।
টিকিটের কালোবাজারি শহর কলকাতা জুড়ে

সৌরভ বলেছেন, “ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচে কয়েনের একদিকে থাকবে গাঁধীজির মুখ। অন্যদিকে ম্যান্ডেলার মুখ। এই সিরিজের জন্যই এই বিশেষ মুদ্রাটি তৈরি করা হয়েছে সোনা দিয়ে।” ইডেনে ভারতীয় দলকে সমর্থন করতে ভক্তদের ভিড় লক্ষ করা যাবে। শুধু তাই নয়, খেলা শুরুর তিন দিন আগে টিকিট সব বিক্রি হয়ে গিয়েছে বলেই দাবি জানিয়েছিলেন সৌরভ গাঙ্গুলি। ইতিমধ্যেই টিকিটের হাহাকার কলকাতা শহর জুড়ে। আর এই পরিস্থিতিতে তার ফায়দা তুলছে বেশ কিছু সুবিধাভোগী মানুষ। অনেক কম খরচে ভক্তরা এই ম্যাচের টিকিট কেটেছেন। তবে অনেকেই বেশি বেশি টিকিট কেটে রেখেছে কালোবাজারি করার জন্য। সূত্রের দাবি, বিক্রি হওয়া টিকিটের মধ্যে বেশিরভাগ টিকিট এখন কালোবাজারে ছেয়ে গিয়েছে। ৬০ টাকা থেকে ২৫০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে টিকিট। সেই টিকিট গুলো এখন বিক্রি হচ্ছে ১০০০ টাকা থেকে ১৫০০ টাকা করে। যদিও ভক্তরা এতটাই খেলাপ্রেমী যে তারা বেশি মূল্য দিয়েও টিকিট কাটতে রাজি।