IPL 2025: পাঞ্জাব কিংস (Punjab Kings) এই বছর আইপিএলে অন্যতম শক্তিশালী দল হিসাবে মাঠে নামতে চলেছে। এখনও পর্যন্ত এই টুর্নামেন্টে একবারও চ্যাম্পিয়ন হতে পারিনি তারা। তবে মেগা নিলামে নতুন করে দল সাজিয়েছেন প্রীতি জিন্টা (Preity Zinta)। নতুন হেড কোচ রিকি পন্টিংয়ের (Ricky Ponting) তত্ত্বাবধানে ক্রিকেটাররা ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে। নতুন অধিনায়ক শ্রেয়স আইয়ারও (Shreyas Iyer) মাঠে নেমে দলকে নেতৃত্ব দিতে প্রস্তুত। ফলে আসন্ন টুর্নামেন্টে পাঞ্জাব কিংসের (Punjab Kings) বেশকিছু শক্তিশালী দিক রয়েছে যার জন্য এই দলটি আইপিএলে (IPL 2025) চ্যাম্পিয়ন হতে পারে।
আইপিএল ২০২৫-এ পাঞ্জাব কিংসের শক্তিশালী ৩ দিক-
১) শক্তিশালী পেস আক্রমণ-

এই বছর মেগা নিলামের আগে আর্শদীপ সিংকে (Arshdeep Singh) পাঞ্জাব কিংস ছেড়ে দিয়েছিল। তবে আরটিএম কার্ড ব্যবহার করে কর্মকর্তারা এই তারকা পেসারকে আবার দলে ফিরিয়ে এনেছেন। আইপিলের মঞ্চে তিনি সাম্প্রতিক সময় দুরন্ত ফর্মে আছেন। গত বছর ১৪ ম্যাচে ১৯ টি উইকেট সংগ্রহ করে দলকে সাহায্য করেছিলেন আর্শদীপ। আসন্ন আইপিএলে এই ভারতীয় তারকার সঙ্গে লকি ফার্গুসন (Lockie Ferguson) এবং মার্কো জ্যানসেন (Marko Jansen) পাঞ্জাবে যোগ দিয়েছেন। জ্যানসেন আর্শদীপের (Arshdeep Singh) মতো দুই দিকেই বল সুইং করাতে পারেন। অন্যদিকে ফার্গুসনের বলের গতি বিপক্ষদের চাপের মুখে রাখবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। ফলে পাঞ্জাব কিংস (Punjab Kings) এই বছর আইপিএলে (IPL 2025) সবচেয়ে শক্তিশালী পেস আক্রমণ নিয়ে মাঠে নামতে চলেছে।
২) সফল অধিনায়ক-

এই বছর আইপিএলের মেগা নিলামে ২৬.৭৫ কোটি টাকার রেকর্ড দামে শ্রেয়স আইয়ারকে (Shreyas Iyer) দলে নিয়েছে পাঞ্জাব কিংস। তিনি আসন্ন টুর্নামেন্টে এই নতুন দলকে নেতৃত্ব দেবেন। গত বছর আইপিএলে এই তারকা ব্যাটসম্যানের অধিনায়কত্বে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিল। অন্যদিকে সাম্প্রতি শ্রেয়স (Shreyas Iyer) জাতীয় দলের হয়ে চ্যাম্পিয়ন ট্রফির (Champions Trophy 2025) মতো আইসিসি টুর্নামেন্ট জয় করেছেন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনি একাই ৫ ম্যাচে ২৪৩ রান সংগ্রহ করে দেশের হয়ে সর্বোচ্চ রান সংগ্রহকারী হয়েছেন। ফলে এইরকম দুরন্ত ফর্মে থাকা ক্রিকেটার আসন্ন আইপিএলেও পাঞ্জাব কিংসকে (Punjab Kings) সফলতা এনে দেবেন বলে মনে করা হচ্ছে।
৩) বিস্ফোরক মিডিল অর্ডার-

পাঞ্জাব কিংস এবার শক্তিশালী মিডল অর্ডার নিয়েও মাঠে নামতে চলেছে। মেগা নিলামে তারা গ্লেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell) এবং মার্কাস স্টয়নিসের (Marcus Stoinis) মতো অভিজ্ঞ ব্যাটসম্যানকে দলে নিয়েছে। এই দুই তারকা আসন্ন আইপিএলে ব্যাট হাতে রীতিমতো জ্বলে উঠতে চলেছেন। মক্সওয়েল এই টুর্নামেন্টে ১৫০ ওপর স্ট্রাইক রেটে ব্যাটিং করে থাকেন। অন্যদিকে আইপিএলে মার্কাস স্টয়নিসের গড় স্ট্রাইক রেট ১৪২। এছাড়াও দলে মিডল অর্ডারে শশাঙ্ক সিংয়ের (Shashank Singh) মতো বিস্ফোরক ব্যাটসম্যান রয়েছে। তিনি গত বছর পাঞ্জাব কিংসের হয়ে গড়ে ১৬৪ স্ট্রাইক রেট ব্যাটিং করে ১৪ ম্যাচে ৩৫৪ রান সংগ্রহ করেছিলেন।