IPL 2025: আইপিএল বিশ্বের অন্যতম সফল এবং জনপ্রিয় টি-টোয়েন্টি লিগ। চলতি আইপিএলেও এই টুর্নামেন্টকে নিয়ে ক্রিকেট প্রেমীদের মধ্যে উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে। অন্যদিকে একই সময় পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিত হচ্ছে পাকিস্তান সুপার লিগ (PSL)। এই টুর্নামেন্ট ১১ এপ্রিল থেকে শুরু হয়েছে। কিন্তু পাকিস্তান সুপার লিগে অংশগ্রহণকারী বিদেশি তারকা ক্রিকেটারদের সংখ্যা খুবই কম। সম্প্রতি দক্ষিণ আফ্রিকান তারকা করবিন বোশ (Corbin Bosch) পিএসএলের চুক্তিবদ্ধ ক্রিকেট হওয়া সত্বেও আইপিএলে পরিবর্তক ক্রিকেটার হিসেবে মুম্বাই ইন্ডিয়ান্সে যোগদান করেছেন। এর ফলে পাকিস্তানের ক্রিকেট প্রেমীরা বিষয়টি নিয়ে রীতিমতো ক্ষোভ প্রকাশ করছেন। অন্যদিকে অনেকেই মনে করছেন পাকিস্তানের কুদৃষ্টিতে আইপিএলের একাধিক ক্রিকেটার চোটের মুখে পড়েছেন। এখানে আইপিএলে (IPL 2025) চোট পাওয়া ৩ জন ক্রিকেটারদের নিয়ে আলোচনা করা হলো।
১) রুতুরাজ গায়কোয়াড (Ruturaj Gaikwad)-

এই বছর আইপিএলেও রুতুরাজ গায়কোয়াডের নেতৃত্বে চেন্নাই সুপার কিংস (CSK) যাত্রা শুরু করেছিল। কিন্তু তিনি রাজস্থান রয়্যালসের (RR) বিপক্ষে ম্যাচ চলাকালীন গুরুতর চোট পান। রুতুরাজ তুষার দেশপান্ডের (Tushar Deshpande) করা ব্যাক অফ লেন্থ ডেলিভারি পুল করতে গিয়েছিলেন। সেই সময় ডান হাতের কনুইয়ে চোট পান তিনি। কিন্তু এই তারকা ব্যাটসম্যান চোট নিয়ে রাজস্থান রয়্যালসের বিপক্ষে দুরন্ত অর্ধশতরান করেছিলেন। পরে এমআরআই করা হলে দেখা যায় রুতুরাজের (Ruturaj Gaikwad) কনুই কিছুটা অংশ ভেঙে গেছে। ফলে বর্তমানে আইপিএলের বাইরে চলে গেছেন এই তারকা ব্যাটসম্যান। বর্তমানে মহেন্দ্র সিং ধোনি চেন্নাই সুপার কিংসকে নেতৃত্ব দিচ্ছেন।
Read More: “রোহিত শর্মাকে ক্যাপ্টেন করুন….”, নিতা আম্বানির কাছে কাতর আবেদন MI ভক্তের, ভিডিও ভাইরাল !!
২) গ্লেন ফিলিপস (Glenn Phillips)-

নিউজিল্যান্ডের তারকা অলরাউন্ডার গ্লেন ফিলিপসও চলতি আইপিএলে চোট পেয়েছেন। গুজরাট টাইটান্সের (GT) এই ক্রিকেটার সানরাইজার্স হায়দ্রাবাদের (SRH) বিপক্ষে পরিবর্তন ক্রিকেটার হিসেবে ফিল্ডিং করতে নেমেছিলেন।ম্যাচে তিনি ফিল্ডিং করতে গিয়ে কুঁচকিতে চোট পান। ফিলিপস (Glenn Phillips) একজন দুরন্ত ফিল্ডার হিসেবে পরিচিত। তিনি নিজের সব প্রচেষ্টা দিয়ে বলটি আটকাতে গিয়েছিলেন। কিন্তু চোট পেয়ে বর্তমানে ২০২৫ আইপিএলের বাইরে চলে গেছেন। তবে গুজরাটের খুব বেশি সমস্যা হয়নি। কারণ গ্লেন ফিলিপস এই বছর আইপিএলে গুজরাটের একাদশে একটি ম্যাচেও জায়গা পাননি। ফলে তিনি না থাকায় একাদশে কোন পরিবর্তন ঘটেনি।
৩) লকি ফার্গুসন (Lockie Ferguson)-

নিউজিল্যান্ড তারকা লকি ফার্গুসন চটের কারণে এই বছর চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণ করতে পারেননি। তিনি আইপিএলে পাঞ্জাব কিংস (PBKS) দলের যোগ দিয়ে ক্রিকেট মাঠে ফিরে এসেছিলেন। কিন্তু আবারও চোট পাওয়ায় চলতি আইপিএল থেকে লকি ফার্গুসনের (Lockie Ferguson) ছিটকে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ চলাকালীন তিনি পায়ের পেশিতে টান অনুভব করেন। ফলে নিজের প্রথম ওভারে মাত্র দুটি বল করেই চোটের কারণে এই তারকা মাঠের বাইরে চলে যান। আজ কলকাতা নাইট রাইডার্সের (KKR) বিপক্ষেও চোটের তিনি একাদশে নেই।