IPL 2024: আসন্ন আইপিএলের জন্য প্রতিটি দলই তাদের শক্তিশালী একাদশ তৈরি করে নিয়েছে। সানরাইজার্স হায়দ্রাবাদও (Sunrisers Hyderabad) টুর্নামেন্টে নিজেদের সেরাটা দেওয়ার জন্য প্রস্তুত। গত বছর আইপিএলে (IPL 2025) প্যাট কামিন্সের (Pat Cummins) দল অন্যতম সেরা প্রতিপক্ষ হিসেবে ফাইনালে জায়গা করে নিয়েছিল। এই বছরেও মেগা নিলামে একাধিক তারকাকে ধরে রেখে পুরোনো ছন্দে প্রতিপক্ষদের চাপে ফেলতে চাইছে হায়দ্রাবাদ। ফলে অনেক বিশেষজ্ঞই মনে করছেন এই বছর আইপিএলে প্যাট কামিন্সের (Pat Cummins) হাতেই ট্রফি উঠতে চলেছে।
৩ টি কারণ যার জন্য সানরাইজার্স হায়দ্রাবাদ এই বছর চ্যাম্পিয়ন হবে-
১) বিস্ফোরক ওপিনিং জুটি

গত বছর আইপিএলে ট্রাভিস হেড (Travis Head) এবং অভিষেক শর্মার (Abhishek Sharma) ওপেনিং জুটি প্রায় প্রতিটি ম্যাচেই ব্যাটিং তাণ্ডব চালিয়েছিলেন। ফলে একাধিক ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদ (Sunrisers Hyderabad) প্রথম ইনিংসে ২৫০ ওপর রান তুলে নিয়ে বিপক্ষদের থেকে ম্যাচ ছিনিয়ে নিয়েছিল। ২০২৪ আইপিএলে হেড ১৯১.৫৫ স্ট্রাইক রেটে ১৫ ম্যাচে ৫৬৭ রান সংগ্রহ করেছিলেন। অভিষেক শর্মার ব্যাট থেকে ২০৪.২২ স্ট্রাইক রেটে ১৬ ম্যাচে ৪৮৪ রান এসেছিল। আসন্ন আইপিএলেও এই ওপেনিং জুটি ঝড় তুলতে চলেছেন বলে বিশেষজ্ঞরা মনে করছেন। ফলে ট্রাভিস হেড (Travis Head) এবং অভিষেক শর্মা (Abhishek Sharma) এই বছরও হায়দ্রাবাদকে ট্রফির কাছাকাছি পৌঁছে দেবেন বলে মনে করা হচ্ছে।
Read More: IPL 2025: বাদ সঞ্জু স্যামসন, মহিলাদের নোংরা ভিডিও দেখা এই ক্রিকেটারকে দায়িত্ব দিল রাজস্থান !!
২) শক্তিশালী মিডল অর্ডার-

এই বছর মেগা নিলামে ১১.২৫ কোটি টাকার বিনিময়ে ঈশান কিষাণকে (Ishan Kishan) দলে নিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ (Sunrisers Hyderabad)। এই তারকা ব্যাটসম্যান আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) হয়ে একাধিক গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন। ফলে হায়দ্রাবাদের ব্যাটিং অর্ডারকে আরও শক্তিশালী করবেন তিনি। এছাড়াও মিডল অর্ডারে হেনরিখ ক্লাসেনের (Heinrich Klaasen) মতো অভিজ্ঞ তারকা ব্যাটসম্যান রয়েছেন। এই দক্ষিণ আফ্রিকান ব্যাটার ১৬৮ স্ট্রিইক রেটে ব্যাটিং করে দলের স্কোরবোর্ড দ্রুত এগিয়ে নিয়ে যাবেন। ভারতীয় অলরাউন্ডার নীতিশ কুমার রেড্ডিও (Nitish Kumar Reddy) প্রয়োজনে বিধ্বংসী ব্যাটিং করতে পারেন। নিচের দিকে ব্যাট করতে নেমে বড়ো বড়ো ছয় মেরে চাপ সৃষ্টি করতে পারেন প্যাট কামিন্সও (Pat Cummins) । ফলে ইতিমধ্যেই প্রতিপক্ষ বোলারদের রাতের ঘুম উড়িয়ে দিয়েছে হায়দ্রাবাদের মিডল অর্ডার।
৩) প্যাট কামিন্সের অভিজ্ঞ বোলিং বিভাগ

এই বছর সানরাইজার্স হায়দ্রাবাদের (Sunrisers Hyderabad) কাছে সবচেয়ে শক্তিশালী পেস আক্রমণ রয়েছে। অধিনায়ক প্যাট কামিন্সের (Pat Cummins) সঙ্গে প্রতিপক্ষদের উইকেট তুলে নিতে সাহায্য করবেন মহাম্মদ শামি (Mohammed Shami) ও হর্ষল প্যাটাল (Harshal Patel)। গত বছর আইপিএলে হর্ষল ১৪ ম্যাচে ২৪ টি উইকেট সংগ্রহ করে পার্পেল ক্যাপ জয়ী হয়েছিলেন। অন্যদিকে ২০২৩ সালের আইপিএলে ১৭ ম্যাচে ২৮ টি উইকেট সংগ্রহ করে পার্পেল ক্যাপ জয়ী হয়েছিলেন মহম্মদ শামি। অভিজ্ঞ অধিনায়ক প্যাট কামিন্স (Pat Cummins) এই দুই পেসারকে টুর্নামেন্টে সবচেয়ে সফলভাবে ব্যবহার করতে পারবেন। এছাড়াও নিজেও বল হাতে বিপক্ষদের কাঁপুনি ধরাতে পারেন তিনি।