২) একাদশ নির্বাচন এবং কৌশল নিয়ে বিতর্ক-

গৌতম গম্ভীর ভারতীয় দলের প্রধান কোচ হিসাবে দায়িত্ব নেওয়ার পর থেকে একাধিক বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছেন। এই বছর ইংল্যান্ড (India vs England Test Series) সফরে সাই সুদর্শনের (Sai Sudarshan) মতো তরুণ তারকার সঙ্গে করুন নায়ারের (Karun Nair) মতো অভিজ্ঞ তারকাকে দীর্ঘদিন পর টেস্ট দলে নিয়ে আসেন। এরপর ইংলিশ বাহিনীর বিপক্ষে ব্যর্থ হওয়ার পর করুন নায়ারকে টেস্ট দলের বাইরে পাঠিয়ে দেয়া হয়েছে।
অন্যদিকে ঘরোয়া ক্রিকেটে ফর্মে থাকলেও মহম্মদ শামি (Mohammed Shami), সরফরাজ খান (Sarfaraz Khan), অভিমন্যু ইশ্বরনের (Abhimanyu Easwaran) মতো ক্রিকেটাররা জাতীয় টেস্ট দলে সুযোগ পাচ্ছেন না। অন্যদিকে সম্প্রতি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে ব্যাটিং অর্ডারে ওয়াশিংটন সুন্দরকে হঠাৎ করেই ৩ নম্বরে ব্যাটিং করতে পাঠানো হয়। এই সিদ্ধান্ত একেবারেই কাজে আসেনি। এর সঙ্গেই ওডিআই ক্রিকেটে অন্যতম সফল অধিনায়ক রোহিত শর্মাকে সরিয়ে দিয়ে শুভমান গিলকে অধিনায়ক হিসেবে নিয়ে আসা অনেকেই মেনে নিতে পারেননি।
টি-টোয়েন্টি ফরম্যাটে সঞ্জু স্যামসন (Sanju Samson) ওপেনার হিসেবে দুরন্ত ফর্মে ছিলেন। তাকে সাম্প্রতিক সময় ব্যাটিং অর্ডারে নিচের থাকে ব্যাট করতে গেছে। ফলে স্বাভাবিকভাবেই তিনি নিজের ছন্দ হারিয়েছেন। এর ফলে একাদশেও জায়গা পাচ্ছেন না এই তারকা ব্যাটসম্যান।