১) ধারাবাহিকভাবে পরাজয়-

টেস্ট ফরম্যাটে ঘরের মাঠে ভারতীয় দলকে খুবই শক্তিশালী প্রতিপক্ষ হিসাবে ধরা হয়। কিন্তু গত বছর নিউজিল্যান্ডের বিপক্ষে দেশের মাটিতেই টেস্ট সিরিজে ভারতীয় দল ৩-০ ব্যবধানে পরাজিত হয়ে সমালোচনার মুখে পড়ে। এরপর গৌতম গম্ভীর টেস্ট ক্রিকেটে একাধিক পরিবর্তন ঘটিয়েছিলেন। অধিনায়ক হিসেবে শুভমান গিলকে (Shubman Gill) নিয়ে আসা হয়। এছাড়াও দলে ধ্রুব জুরেল (Dhruv Jurel), সাই সুদর্শন (Sai Sudarshan), ওয়াশিংটন সুন্দরের (Washington Sundor) মতো তরুণ তারকাদের দলে সুযোগ দেন তিনি।
কিন্তু দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে ব্লু ব্রিগেডরা। এছাড়াও ব্লু ব্রিগেডদের ওডিআই দলেও অস্ট্রেলিয়া সফরে পরাজিত হয়েছে। ধারাবাহিকভাবে এই পরাজয় দলকে ভবিষ্যতে পরিকল্পনার ক্ষেত্রে সমস্যার মুখে ফলছে। ফলে গম্ভীরকে প্রধান কোচের পদ থেকে সরিয়ে নতুন মুখ নিয়ে আসা দরকার।