TOP 3: এমন ৩ টি কারণ যার জন্য বড়ো টুর্নামেন্টগুলিতে ভরাডুবি হয় বাংলাদেশের !! 1

বিদেশি কন্ডিশনে মানিয়ে নিতে না পারা-

TOP 3: এমন ৩ টি কারণ যার জন্য বড়ো টুর্নামেন্টগুলিতে ভরাডুবি হয় বাংলাদেশের !! 2
Bangladesh Cricket Team | Images: Getty Images

বাংলাদেশ (Bangladesh Cricket Team) নিজেদের ঘরের মাঠে দ্বিপাক্ষিক সিরিজগুলিতে দুরন্ত পারফর্ম্যান্স করে রীতিমতো চমক দেয়। এই দেশের পিচগুলি প্রধানত স্পিন প্রধান। কিন্তু যখন আইসিসি বা এসিসি টুর্নামেন্টে খেলার জন্য বাইরের পিচে মাঠে নামতে হয় তখন টাইগার বাহিনীদের মানিয়ে নিতে সমস্যার মধ্যে পড়তে হয়।‌ বিদেশি পেস আক্রমণের সামনে রীতিমতো নড়বড়ে লাগে তাদের। অন্যদিকে ভারত, অস্ট্রেলিয়া‌, ইংল্যান্ডের মতো শক্তিশালী দলের বিপক্ষে বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলার সুযোগ কম পায় বাংলাদেশ। এই কারণেও তারা গুরুত্বপূর্ণ টুর্নামেন্টগুলিতে ভালো পারফর্ম্যান্স করে এগিয়ে যেতে ব্যর্থ হয়।

Read Also: “কাজের বেলায় অষ্টরম্ভা…” বাংলাদেশের বিরুদ্ধে নড়বড়ে ব্যাটিং পাকিস্তানের, নেটদুনিয়ায় পড়তে হলো তোপের মুখে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *