TOP 3: তিনজন পাক তারকা যারা আসন্ন এশিয়া কাপে ভারতের থেকে জয় নিতে পারেন !! 1

৩) মহম্মদ নাওয়াজ-

TOP 3: তিনজন পাক তারকা যারা আসন্ন এশিয়া কাপে ভারতের থেকে জয় নিতে পারেন !! 2
Mohammad Nawaz | Images: Getty Images

আন্তর্জাতিক ক্রিকেটে অলরাউন্ডার হিসেবে পরিচিত ‌মহম্মদ নাওয়াজ (Mohammad Nawaz) বল হাতে ভারতীয় দলকে যেকোনো সময় চাপের মুখে ফেলে দিতে পারেন। বাঁ হাতি স্পিনার দুবাইয়ে মাটিতে জ্বলে উঠতে প্রস্তুত। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টি সিরিজে ৫ ম্যাচে ৭ উইকেট সংগ্রহ করে সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী হয়েছিলেন। এখনও পর্যন্ত এই তারকা ক্রিকেটার দেশের হয়ে ৬৬ টি টি-টোয়েন্টি ম্যাচ ৬০ টি উইকেট সংগ্রহ করেছেন। তার ব্যাট থেকে এসেছে মোট ৫১৮ রান। ১৩০’এর ওপর স্ট্রাইক রেটে ব্যাটিং করতে পারেন। ফলে সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) জন্য অনেক বড়ো চ্যালেঞ্জ হতে চলেছেন মহম্মদ নাওয়াজ।

Read Also: “দায়ে পড়ে নিয়েছি..”, এশিয়া কাপের দল বাছাইয়ে সঞ্জুকে নিয়ে বিস্ফোরক মন্তব্য অজিত আগরকরের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *