ভারত বনাম পাকিস্তানের (IND vs PAK) ম্যাচ ক্রিকেট মঞ্চে সবসময় উত্তেজনাপূর্ণ হয়ে থাকে। সাম্প্রতিক সময়ে কাশ্মীরের পেহেলগামে জঙ্গি হামলার ঘটনায় পাক জঙ্গির যুক্ত থাকার বিষয়টি সামনে এসেছিল। এর ফলে এই দুই দেশের মধ্যে রাজনৈতিক উত্তেজনা অনেকটাই বৃদ্ধি পায়। এই কারণে এশিয়া কাপে (Asia Cup 2025) ভারত-পাক ম্যাচের উত্তাপ অনেকটাই বেশি থাকবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। ইতিমধ্যে এই দুই চির প্রতিদ্বন্দ্বী দেশ আসন্ন টুর্নামেন্টের জন্য শক্তিশালী দল ঘোষণা করেছে। পাক দলে জায়গা পাননি মহম্মদ রিজওয়ান (Mohammed Rizwan) এবং বাবর আজমের (Babar Azam) মতো তারকা ব্যাটসম্যান। তবে দলে এমন তিনজন তারকা আছেন যাদের থেকে ভারতীয় দলকে রীতিমতো সাবধানে থাকতে হবে।
Read More: বৈঠকে না থেকেও বাজিমাত গৌতম গম্ভীরের, কোচের জোরাজুরিতেই সিদ্ধান্ত বদলে বাধ্য হলেন নির্বাচকেরা !!
১) সাইম আইয়ুব-

পাকিস্তানের তরুণ ব্যাটসম্যানদের মধ্যে বিশেষ নজর কেড়েছেন সাইম আইয়ুব (Saim Ayub)। ২৩ বছর বয়সী এই ব্যাটসম্যান মূলত জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে ওপেনিং করে থাকেন। সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের (PAK vs WI) বিপক্ষে তিন ম্যাচের ২০ ওভারের সিরিজে বিধ্বংসী ফর্মে ছিলেন তিনি। ৩ ম্যাচে ২ টি অর্ধশতরানের সঙ্গে সংগ্রহ করেন ১৩০ রান। এছাড়াও বল হাতে ৫ টি উইকেট তুলে নিয়েছেন এই তরুণ তারকা। আন্তর্জাতিক ক্রিকেটে সাইম ১৩৭ স্ট্রাইক রেটে ব্যাটিং করে থাকেন সাইম। এখনও পর্যন্ত দেশের হয়ে ৩৬ ম্যাচে সংগ্রহ করেছেন মোট ৭০৫ রান। ফলে এশিয়া কাপে (Asia Cup 2025) ভারতের (IND vs PAK) বিপক্ষে এই তরুণ ব্যাটসম্যান ম্যাচের রং বদলে দিতে পারেন। প্রথমেই সাইমের উইকেট তুলে নিতে না পারলে বিপদের মুখে পড়তে হবে ব্লু ব্রিগেডদের।