আজ মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) ৪৪ তম জন্মদিন। এই দিনটিকে স্মরণীয় করে রাখতে ক্রিকেট ভক্তরা উদযাপনে মেতে উঠেছেন। ধোনি (MS Dhoni) ভারতীয় ক্রিকেটের অন্যতম স্তম্ভ হিসেবে দেশকে এনে দিয়েছেন একাধিক সন্মান। তার হাত ধরে এসেছে একদিনের বিশ্বকাপ (ODI WC) এবং টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 WC) মতো ট্রফি। তিনি ভারতীয় ক্রিকেট দলকে নতুন দিশা দিয়েছেন। এখনও আইপিএলের মঞ্চে এই তারকা ব্যাটসম্যান মাঠে নামলে দর্শকদের মনে উন্মাদনা তৈরি হয়। আজ এই কিংবদন্তি ব্যাটসম্যানের ৩ টি গুরুত্বপূর্ণ ইনিংসে উল্লেখ করা হলো যখন তিনি ভারতীয় দলকে কঠিন জায়গা থেকে লড়াই করে জয় এনে দিয়েছেন।
Read More: TOP3: ৩টি গুরুত্বপূর্ণ ঘটনা যা মহেন্দ্র সিং ধোনির বায়োপিকে লুকানো হয়েছে !!
১) ২০১৩ সেলকন কাপ ফাইনাল-

২০১৩ সালের সেলকন কাপের ফাইনালে ভারতীয় দল শ্রীলঙ্কার (IND vs SL) বিপক্ষে মাঠে নেমেছিল। ম্যাচে লঙ্কা বাহিনী ২০১ রান সংগ্রহ করে নেয়। এই রান তারা করতে নেমে ভারতীয় দল ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে। রোহিত শর্মা (Rohit Sharma) ৫৮ রান সংগ্রহ করলেও আর কেউ সেই ভাবে দলকে ভরসা দিতে পারেননি। এইরকম পরিস্থিতিতে ষষ্ঠ নম্বরে ব্যাট করতে এসে হাল ধরেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। তিনি একাই একদিক থেকে ধরে রেখে স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান। এক সময় মনে হচ্ছিল ভারত পরাজয়ের দিকে এগিয়ে চলেছে। ৯ উইকেট হারিয়ে ফেলেছিল ব্লু ব্রিগেডরা। কঠিন পরিস্থিতিতে মাথা ঠাণ্ডা রেখে মহেন্দ্র সিং ধোনি ৫২ বলে অপপরাজিত ৪৫ রান করে দলকে জয় এনে দেন।