TOP 3: তিনটি ভুল যা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টে করতে চাইবে না ভারতীয় দল !! 1

ভারতীয় দল দক্ষিণ আফ্রিকার (India vs South Africa Test Series) বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচে ইডেন গার্ডেন্সে মাঠে নামে। এই ম্যাচে স্পিনিং পিচে প্রথম থেকেই চাপের মুখে পড়ে গিয়েছিল ব্লু ব্রিগেডরা। ব্যাটিং অর্ডারে ধারাবাহিকভাবে কেএল রাহুল (KL Rahul), যশস্বী জয়সওয়ালরা (Yashasvi Jaiswal) ব্যর্থ হন। কুলদীপ যাদব (Kuldeep Yadav), রবীন্দ্র জাদেজারা (Ravindra Jadeja) বল হাতে চাপ সৃষ্টি করলেও দ্বিতীয় ইনিংসে দুরন্ত অর্ধশতরান হাঁকিয়ে দলকে লড়াইয়ে ফিরিয়ে আনেন টেম্বা বাভুমা (Temba Bavuma)।

শেষ পর্যন্ত ৩০ রানে প্রোটিয়াদের বিপক্ষে হারের সম্মুখীন হয়ে সমালোচনার মুখে পড়েছে ভারত। এরপর ২২ নভেম্বর থেকে দ্বিতীয় টেস্টে মাঠে নামতে চলেছে তারা। এখানে ৩ টি গুরুত্বপূর্ণ ভুল নিয়ে আলোচনা করা হল যা গৌতম গম্ভীরের (Gautam Gambhir) দল পুনরাবৃত্তি করতে চাইবে না।

Read More: “আমি চাই না ক্যাপ্টেন্সি..”, BCCI’এর মুখের ওপর না বললেন রোহিত শর্মা !!

১) স্পিনারদের কৌশলগত ভুল-

TOP 3: তিনটি ভুল যা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টে করতে চাইবে না ভারতীয় দল !! 2
Kuldeep Yadav | Image: Getty Images

ইডেন গার্ডেন্সে প্রথম থেকেই স্পিনারদের দাপট অব্যাহত ছিল। দক্ষিণ আফ্রিকার হয়ে সাইমন হারমার (Saimon Harmer) প্রথম ইনিংস এবং দ্বিতীয় ইনিংস মিলিয়ে মোট ৮ টি উইকেট তুলে নিয়ে ম্যাচের সেরা নির্বাচিত হন। কিন্তু ভারতে প্রধান স্পিনার কুলদীপ যাদব (Kuldeep Yadav) একেবারেই প্রভাব ফেলতে পারেননি। প্রথম ইনিংস এবং দ্বিতীয় ইনিংস মিলিয়ে যথাক্রমে ২ টি করে উইকেট সংগ্রহ করেছেন। প্রোটিয়াদের বিপক্ষে অক্ষর প্যাটেল‌ও (Axar Patel) উইকেট তুলে নিয়ে দলকে সাহায্য করতে ব্যর্থ হন। রবীন্দ্র জাদেজা দ্বিতীয় ইনিংসে ৪ টি উইকেট পেলেও প্রথম ইনিংসে তিনি উইকেট শূন্য ছিলেন‌। ফলে দ্বিতীয় ম্যাচেও স্পিনাররা যদি কৌশলগতভাবে ভুল করেন তাহলে ফলাফল প্রথম ম্যাচের মতই হবে।

১) ব্যাটিং অর্ডারে পরিক্ষা-নিরিক্ষা-

TOP 3: তিনটি ভুল যা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টে করতে চাইবে না ভারতীয় দল !! 3
Kuldeep Yadav | Image: Getty Images

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচে ভারতীয় ব্যাটিং অর্ডারে বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। ৩ নম্বরে ওয়াশিংটন সুন্দর (Washington Sundor) ব্যাটিং করতে এসে দলের হয়ে হাল ধরার চেষ্টা করেন। একাদশে ঋষভ পান্থের (Rishabh Pant) সঙ্গে উইকেটকিপার ব্যাটসম্যান হিসেবে ধ্রুব জুরেলকেও (Dhruv Jurel) দেখা গেছে। দুরন্ত ফর্মে থাকা এই ব্যাটসম্যানকে প্রথম ইনিংসে ৭ নম্বরে ব্যাটিং করতে আসেন। কিন্তু দ্বিতীয় ইনিংসে ৪ নং’এ তাকে ব্যাটিং করতে পাঠানো হয়। এই তারকা ব্যাটসম্যান ম্যাচে বড়ো ইনিংস গড়তে পারেননি। তার ব্যাট থেকে প্রথম ইনিংসে ১৪ এবং দ্বিতীয় ইনিংসে ১৩ রান আসে। ফলে দ্বিতীয় ম্যাচে ব্যাটিং অর্ডারে পরিবর্তন করে ঋষভ পান্থরা আর ভুল করতে চাইবে না। উল্লেখ্য দ্বিতীয় টেস্টে চোটের কারণে গিলের অনুপস্থিতিতে সাই সুদর্শন একাদশে জায়গা পাবেন বলে জানা যাচ্ছে।

৩) আগ্রাসী ব্যাটিং কৌশল-

TOP 3: তিনটি ভুল যা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টে করতে চাইবে না ভারতীয় দল !! 4
Washington Sundor | Image: Getty Images

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্যাটসম্যানরা কঠিন পিচে ধারাবাহিকভাবে ব্যর্থ হতে থাকেন। একাধিক তারকা ধৈর্য নিয়ে বড়ো ইনিংস গড়ার লক্ষ্যে এগিয়ে যেতে পারেননি। দ্বিতীয় ইনিংসে টেম্বা বাভুমা (Temba Bavuma) একদিক থেকে ধরে রেখে সময় নিয়ে অর্ধশতরান করেছিলেন। এই ইনিংসটি ম্যাচে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। কিন্তু ভারতীয় ব্যাটসম্যানদের কাছ থেকে এইরকম পরিণতবোধের পরিচয় পাওয়া যায়নি। অপ্রয়োজনীয় আগ্রাসী ব্যাটিং কৌশল দলকে পিছনে ফেলে। ভুল শট খেলে আউট হয়ে মাঠ ছাড়েন তারা। ফলে দল ঘরের মাঠেই লজ্জাজনক হারের সম্মুখীন হয়। এই ভুল অব্যাহত থাকলে দ্বিতীয় ম্যাচেও ফলাফল একইরকম হবে বলেই বিশেষজ্ঞরা মনে করছেন।

Read Also: ‘আমি কি হারমানপ্রীত?…’ – জুনিয়র হেনস্তার অভিযোগে অদ্ভুত সাফাই বাংলাদেশ অধিনায়কের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *