১. শিখর ধবন
ভারত এর হয়ে প্রথম আন্তর্জাতিক ওয়ান ডে ম্যাচ খেলেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে, প্রথম ম্যাচে রান করেছিলেন ০, যার ফলে টিম থেক বাদ পড়েতে হয় তাকে,এরপর খেলেছিলেন ১টি টি-২০ সেখানে ৫ রান এ আউট হয়ে যান। তার দুই বছর পর ভারতিয় টেস্ট টিমে জায়গা পান তিনি, প্রথম ম্যাচে তিনি ১৮৭ রান করেন , ৩৩টা চার এবং ২ টি ছয়ের সাহায্যে, এরপর ভারতীয় দলের হয়ে খেলেছেন ৩৪টা টেস্ট ম্যাচ ,করেছেন ২৩১৫ রান, সর্বোচচ রান ১৯০। ওয়ান ডে খেলেছেন ১৪৫টি,রান ৬১০৫, সর্বোচচ রান ১৪৩, ব্যাটিং এভারেজ ৪৫.৫৫, স্ট্রাইক রেট ৯৩.৭৯, সেঞ্চুরি আছে ১৭টি এবং হাফ সেঞ্চুরি ৩৩টা । টি-২০ খেলেছেন ৬৮ টি,রান ১৭৫৯,সর্বোচচ রান ৯২,ব্যাটিং এভারেজ ২৭.৯২, স্ট্রাইক রেট ১২৬.৩৬, হাফ সেঞ্চুরি করেছেন ১১টি। তবে বিগত কিছু মাসে তার পার্ফমেন্স খুব একটা ভালো নয় , শেষ ৫টি ম্যাচে তার রান ১১৮, ব্যাটিং এভারেজ ২৩.৬০। এবার ফাইনাল টিমে তার নাম দেওয়া যাবে কিনা সেটা সময়ের অপেক্ষা ।