Top 3: তিন ভারতীয় ক্রিকেটার, যাদের পার্ফমেন্স ভালো না হলেও পাবেন টি-২০ বিশ্বকাপ টিমে জায়গা 1

২. হার্দিক পান্ডিয়া

Top 3: তিন ভারতীয় ক্রিকেটার, যাদের পার্ফমেন্স ভালো না হলেও পাবেন টি-২০ বিশ্বকাপ টিমে জায়গা 2

ভারত এর হয়ে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২৬এ জানুয়ারি ২০১৬, সেই ম্যাচে ৩ ওভারে ৩৭ রান দিয়ে ২ টি উইকেট নিয়ে ফেলেন এই অল রাউন্ডার, তারপর আর পেছনে ঘুরে তাকাতে হয়নি, ভারতীয় দলের হয়ে খেলেছেন ১১টা টেস্ট ম্যাচ ,করেছেন ৫৩২ রান, নিয়েছেন ১৭টি উইকেট, । ওয়ান ডে খেলেছেন ৬৩,রান ১২৮৬, নিয়েছেন ৫৭টি উইকেট, ওয়ান ডে সর্বোচচ রান ৯২,শ্রেষ্ঠ পার্ফমেন্স ৩১ রান দিয়ে ৩ উইকেট। টি-২০ খেলেছেন ৪৯ টি,রান ৪৮৪,উইকেট ৪২, টি-২০ তে সর্বোচচ রান ৪২, আর শ্রেষ্ঠ বোলিং পার্ফমেন্সে ৩৮ রান দিয়ে ৪টি উইকেট, টি-২০ তে তার স্ট্রাইক রেট ১৪৫.৩৪ এবং বোলিং এভারেজ ২৬.৪৫, কিছু মাস আগে খেলতে গিয়ে চোট পান তিনি,ফিরে আসার পর থেকে বোলিংটা আগের মতো করে ওঠা হয়নি, শেষ কিছু ম্যাচে কিছু ওভার বল করেছিলেন ঠিকই কিন্তু সেরম প্রভাব ফেলতে পারেননি। শেষ ৫টি ম্যাচে নিয়েছেন ৪টি উইকেট এবং ৭৭ রান, ব্যাটিং এভারেজ ১৫.৪০, যেই বিস্ফোরক ব্যাটসম্যান হার্দিক পান্ডিয়া কে ক্রিকেট প্রেমিক চেনে তার দেখা মেলেনি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *